প্রচ্ছদ / আহলে হাদীস / আহলে হাদীস বনাম আহলে সুন্নত মুনাজারা ভিডিও

আহলে হাদীস বনাম আহলে সুন্নত মুনাজারা ভিডিও


ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

স্থানঃ জয়মন্ডপ বাজার, থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জ।

তারিখঃ ২৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ঈসাব্দ রোজ বুধবার।

জয়মন্ডপ বাজারের স্থানীয় আহলে হাদীস ভাইয়েরা জয়মন্ডপ বাজারের কেন্দ্রীয় জামের মসজিদের খতীব সাহেবকে চ্যালেঞ্জ করলে উক্ত বাহাসের আহবান করা হয়।
কিন্তু নির্ধারিত সময় ৩টায় বাহাস শুরু হবার কথা থাকলেও আহলে হাদীস ভাইয়েরা আসেন বিকাল সাড়ে চারটায়। তারপর বাহাসে অংশ নেন বিকাল পাঁচটায়।

অন্য সময় চ্যালেঞ্জবাজী করে বেড়ালেও বাহাসে আগমন করে আহলে হাদীসদের জন্য নির্ধারিত চেয়ারে বসার পর আহলে সুন্নতের পক্ষ থেকে প্রশ্ন করতেই ভাইয়েরা নিজেদের হানাফী বলে পরিচয় দেয়া শুরু করেন। ফলে এলাকার মানুষের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরী হয়।

তারপর সেসব আহলে হাদীস ভাইয়েরা আর কোনদিন আহলে হাদীসী মতদর্শ প্রচার করবেন না বলে অঙ্গিকার করে উপস্থিত সকল মুসল্লিদের কাছে ক্ষমা চান।
তারপর স্থানীয় চেয়ারম্যান সাহেব এ মতবাদ এ এলাকায় প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। আলহামদুলিল্লাহ।

পুরো অনুষ্ঠানটি ভিডিওতে ধারণ করেন আহনাফ মিডিয়া বাংলাদেশ এবং আহলে হক মিডিয়া বাংলাদেশের ভিডিও টিম। উক্ত ভিডিওটি এখন আপনাদের সামনে।

0Shares

আরও জানুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া ব্যক্তিরা কি শহীদ?

প্রশ্ন আসসালামুয়ালাইকুম, আমার নাম তারিক বিন আজিজ। আমি নীলফামারী থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে বৈষম্য …

No comments

  1. Video ta arektu clear hole valo hoto

  2. Audio ta arektu clear hole

Leave a Reply to bodrul amin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *