যে কোনো বিষয়ে ইসলামী সমাধান পেতে প্রশ্ন করুন তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারে।
এড্রেসে সরাসরি মেইল করুন। অথবা নিচের অপশনগুলো পূর্ণ করে প্রশ্ন প্রেরণ করুন।
আপনার প্রশ্নের উত্তর যত দ্রুত সম্ভব প্রদান করার চেষ্টা করা হবে। – ইনশা’আল্লাহ…
বিঃদ্রঃ মেইল এড্রেস অবশ্যই প্রদান করুন। উত্তরটি প্রকাশিত হলে যেন মেইল করে অবহিত করা যায়।
একটি মেইলে কেবল একটি প্রশ্নই পাঠাবেন। এক মেইলে একাধিক প্রশ্ন করবেন না।
“নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক” হলে তা অবশ্যই উল্লেখ করতে হবে।
লিখিত প্রশ্নের আগে জেনে নিন:
১ যে বিষয়ে প্রশ্ন করছেন তা আগেই প্রকাশিত আছে কি না? তা সাইটের সার্চ বক্সে কাংঙ্খিত শব্দ লিখে বা ক্যাটাগরি থেকে খুঁজে দেখে নিন।
২ যদি আগেই সাইটে এমন প্রশ্নের উত্তর প্রকাশিত থাকে, তাহলে এ বিষয়ে প্রশ্ন করবেন না।
৩ একটি প্রশ্নে কেবল একটি বিষয়ে সীমাবদ্ধ রাখুন। এক প্রশ্নে একাধিক বিষয়ে প্রশ্ন করবেন না।
৪ প্রশ্ন করার পর অপেক্ষা করুন। একই প্রশ্ন লিখে বারবার মেইল করবেন না।
৫ প্রশ্ন কম শব্দে সংক্ষেপে গুছিয়ে লিখুন। যেন প্রশ্নে যা জানতে চাচ্ছেন তা পরিস্কার বুঝা যায়। অস্পষ্ট বা দুর্বোধ্য শব্দে প্রশ্ন করবেন না।
৬ জানার জন্য হলে প্রশ্ন করুন। অহেতুক বিতর্ক করার ইচ্ছে হলে প্রশ্ন করা থেকে বিরত থাকুন।
৭ প্রয়োজনীয় বিষয় হলে প্রশ্ন করুন। অহেতুক বা অপ্রয়োজনীয় বিষয় হলে প্রশ্ন করা থেকে বিরত থাকুন।
সরাসরি জানতে কল করুনঃ
০১৭২৩ ৭৮৫ ৯২৫
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
[ বাংলাদেশ সময় বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত]
১. প্রশ্ন করার পূর্বেই প্রশ্নটি গুছিয়ে ঠিক করে রাখুন।
২. সংক্ষেপে মূল বক্তব্যটি উপস্থাপন করুন।
৩. অযথা ও অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না।
৪. প্রশ্ন করার পূর্বেই নিজের নাম ও ঠিকানা সংক্ষেপে বলে নিন।
৫. উত্তর পেতে তাড়াহুড়া করবেন না। প্রয়োজন হলে দ্বিতীয়বার কল করে উত্তর জেনে নিন।
৬. প্রশ্ন করার নির্ধারিত সময় ছাড়া অন্য সময়ে প্রশ্নের উত্তর জানতে করতে কল করবেন না।
জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন!