আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা!
আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক আকিদা বিশ্বাস প্রচার-প্রসার, দৈনন্দিন মাসআলা মাসায়েল, তাযকিয়া তাসাউফ, দাওয়াত ও তাবলীগ, আমল ও আখলাকী বিষয়ের প্রচার ও বাতিলপন্থীদের নানামুখী প্রশ্নের দলীলভিত্তিক জবাব প্রদান করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয়েছে তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ ও সহযোগী প্রতিষ্ঠান আহলে হক বাংলা মিডিয়া সার্ভিস। প্রাতিষ্ঠানিক রূপে হক ও হক্কানিয়াত প্রচারের নিমিত্তে গত রমজান মাস থেকে অফিসিয়াল পদ্ধতিতে চলে আসছে আমাদের কার্যক্রম।
আল্লাহ তাআলার রহমাতে অতি অল্প সময়ে আমাদের ওয়েব সাইট http://talimulislam.com/ ও https://ahlehaqmedia.com/
প্রতিষ্ঠানটিকে স্থায়ীরূপ দেয়ার জন্য অনেক আহলে খায়ের একটি বদরী কমিটি করার আবেদন করে আসছেন। সেই প্রেক্ষিতে আহলে হক মিডিয়া সার্ভিসের জন্য তিনটি ক্যাটাগরি তথা ১- বাৎসরিক এক হাজার টাকা [১,০০০/=]। ২- বাৎসরিক তিন হাজার টাকা [৩,০০০/=]। ৩- বাৎসরিক পাঁচ হাজার টাকা [৫,০০০/=] হিসেবে ৩১৩ জন সদস্যের বদরী কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
আগ্রহী ভাইদের নিম্নোক্ত তথ্যাবলীসহ দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করতে জানানো হচ্ছে-
নাম-
পিতার নাম-
অস্থায়ী ঠিকানা-
স্থায়ী ঠিকানা-
মেইল এড্রেস-
মোবাইল/ফোন-
বাৎসরিক চাঁদা পরিমাণ-
পরিশোধের সম্ভাব্য তারিখ-
বিঃদ্রঃ
# বছরের যে কোন সময় সদস্য হওয়া যাবে।
# বছরের যে কোন সময় বাৎসরিক চাঁদাটি পরিশোধ করা যাবে।
# একজন তিনটি ক্যাটাগরির যে কোন একটি বা একাধিক ক্যাটাগরির সদস্য হতে পারবেন।
# অল্প অল্প করেও জমা দেয়া যাবে।
নিজে সদস্য হয়ে অন্যদেরও সদস্য বানানোর জন্য ফিকির করে হক ও হক্কানিয়াতের মশাল উড্ডিন করার প্রত্যয় গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের তার দ্বীনের জন্য কবুল করুন। আমীন।
নিবেদক
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।
[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]
একাউন্ট এড্রেস
islami bank bangladesh limited
Branch Rampura, Dhaka
Account Title– LUTFOR RAHMAN FARAZI AKRAM
Account No– 20502260202166316
সংক্ষেপে–21663
Bikas– 01723785925।
মেইল– ahlehaqmedia2014@gmail.com
মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।
Hujur, 313 jon ki hoye gese?
না, হয়নি।