প্রচ্ছদ / বিভাগসমূহ / ইফতা বিভাগের বৈশিষ্ট্যাবলী

ইফতা বিভাগের বৈশিষ্ট্যাবলী

অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে, তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা আল্লাহর রহমাতে আরবী নাম ‘মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা’ নামে নতুন উদ্দীপনায় কার্যক্রম শুরু করছে।

সেই হিসেবে ১৪৪০/৪১ হিজরী মোতাবিক ২০১৯/২০ ঈসাব্দ শিক্ষাবর্ষে  ১বছর মেয়াদী ‘আততাখাসসুস ফিল ফিক্বহী ওয়াল ইফতা’ তথা ফাতওয়া বিভাগ জামাত খোলা হয়েছে।
ছাত্র সংখ্যার চেয়ে পড়াশোনা ও গবেষণার মান উন্নত করার লক্ষ্যে আটজন ছাত্র দিয়ে আমাদের প্রথম বর্ষ যাত্রা শুরু করেছে। আল্লাহর রহমাতে চারজন বিজ্ঞ উস্তাজদের নেগরানীতে শিক্ষা কার্যক্রম সুনামের সাথে সম্পন্ন হচ্ছে।

আগামীতে দুই বছর মেয়াদী খোলার পরিকল্পনা রয়েছে।

ইফতা বিভাগের বৈশিষ্ট্যাবলী

# আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক ও আকাবীরে দেওবন্দের চিন্তা-চেতনায় খাঁটি ওয়ারীসে নবী তৈরী।

# কুরআন ও হাদীস থেকে যুগ জিজ্ঞাসার সমাধানে মৌলিক নীতিমালার পাঠদান।

# সরাসরি আরবী ফাতওয়া থেকে তথ্য সংগ্রহের যোগ্যতা অর্জন।

# ফিক্বহে হানাফীর ক্ষেত্রে পূর্ববর্তী মুফতী ও আকাবীরদের দৃষ্টিভঙ্গির আলোকে ফাতওয়া প্রদানের ঊসূল-নীতিমালা শিক্ষাদান।

# তিন সেমিষ্টার ভিত্তিক তাদরীস-তামরীন ও মুতালাআ সমাপন।

# কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক মুতালাআর মৌলিক ধারণা প্রদান।

# সার্বক্ষণিক দক্ষ উস্তাদদের তত্বাবধানে সূচিবব্ধ নিযামুল আওকাত অনুসরণ।

# ফিরাক্বে বাতিলা তথা বাতিল ও ভ্রান্ত মতবাদ খণ্ডনে কুরআন, হাদীস ও যুক্তির নিরিখে পারদর্শী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা।

# বাহাস ও মুনাযারা প্রশিক্ষণ ও ইলমী বিষয় সহজ ভাষায় আম মাহফিলে উপস্থাপন প্রশিক্ষণ।

# আক্বায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে প্রামাণিক প্রাজ্ঞতা অর্জন।

# ক্লাস ও মুতালাআ সূচিবদ্ধ নিজামুল আওকাত অনুযায়ী পরিচালিত হয়।

# কম সংখ্যক কিন্তু মুতালাআ ও মেহনতী ছাত্রদের অগ্রধিকার প্রদান।

ইফতা বিভাগে ভর্তির যোগ্যতাঃ

কওমী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস জামাতের বার্ষিক পরীক্ষায় কমপক্ষে জায়্যিদ জিদ্দান তথা প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। সেই সাথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যোগাযোগ

পরিচালক ও প্রধান মুফতী

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী

১৫০/সি পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড,  ঢাকা-১২১৯।

(রামপুরা পাওয়ার হাউজে বাম দিকের সাত তলা বিল্ডিংয়ের ষষ্ঠ তলা, ফ্ল্যাট নং- F6)

আরও জানুন

ভর্তি সংক্রান্ত

তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের ১৪৪১/৪২ হিজরী মোতাবিক ২০২০/২১ ঈসাব্দ শিক্ষাবর্ষের “আততাখাসসুস ফিল ফিক্বহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *