প্রচ্ছদ / আহলে হাদীস / বিতর নামাযের পর নফল পড়লে কোন সওয়াব হবে না?

বিতর নামাযের পর নফল পড়লে কোন সওয়াব হবে না?

প্রশ্ন

আস-সালামু আলাইকুম,

মুহতারাম, একজন শায়েখ ভক্ত বলতেছেন, বিতরের পর নফল নামাজ আদায় করা যাবে না। পড়লে কোনো সওয়াব হবে না।

এই কথাটি কি সঠিক?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, এটা সঠিক কথা নয়। বরং সম্পূর্ণ  ভুল কথা। বিতর নামায পড়ার পরও নফল নামায পড়া যাবে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিতর নামায পড়ার পর নফল নামায পড়া প্রমাণিত।

সুতরাং ‘বিতর পড়ার পর নফল পড়া যাবে না, পড়লে সওয়াব হবে না’ বলা হাদীস সম্পর্কে অজ্ঞতা বৈ কিছু নয়।

عن عام سلمة رضى الله عنها، أن النبى صلى الله عليه وسلم كان يصلى بعد الوتر ركعتين خفيفتين، وهو جالس (سنن ابن ماجه، النسخة الهندية-85، دار السلام، رقم-1195، سنن الدار قطنى، رقم-1666، مسند احمد، رقم-28088)

উম্মে সালামা রাঃ থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাযের পর বসা অবস্থায় হালকাভাবে দু রাকআত (নফল) নামায আদায় করতেন। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১১৯৫, সুনানে দারা কুতনী, হাদীস নং-১৬৬৬, মুসনাদে আহমাদ, হাদীস নং-২৮০৮৮]

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *