প্রশ্ন
From: zakaria
Subject: nobiji(sa) nurer
Country : saudiarab
Message Body:
assalamualikum,jonoik mawlana tin khana hadith pesh korechen,je nobiji(sa) nurer.ermoddhe 3 no:hadich khana akebari_e sahi.kithaber num “dalaelul nobuat” prothom khonder 86 p:babe muludi mustafa.ai haditcher bepare alokpat korben.apnader mulloban somoy nosto korar jonnoy dukkhito.
উত্তর
بسم الله الرحمن الرحيم
انا من نور الله، وكل شيئ من نورى
আমি আল্লাহ তায়ালার নূরের [সৃষ্টি] আর আমার নূর থেকে সব কিছু [সৃষ্টি]
এটি একটি জাল ও বানোয়াট বর্ণনা। মিথ্যুকরা এটি বানিয়েছে। এটি কোন হাদীস নয়। নিম্নোক্ত জারহ ও তাদীলের কিতাবে তা স্পষ্ট বলা হয়েছে-
আল মুগীর আলাল আহাদীসিল মাওযুআতে ফির জামিয়িস সাগীর-৪,
আত তালীকাতুল হাফেলা আলাল আজবিবাতিল ফাযেলা-১২৯,
আল বুসীরী মাদেহুর রাসূলিল আযম-৭৫,
মাযমুয়াতে ফাতওয়া ইবনে তাইমিয়া-১৮/৩৬৬-৩৬৭
আল আসারুল মারফুআ-৪৩
তাহকীকাতুন ওয়া আনযারুন ফিল কুরআনি ওয়াস সুন্নাহ-১৫১-১৫৬
আল আসারুল মারফুআ-৪৩
এ বিষয়ে বিস্তারিত উত্তর জানতে হলে পড়ুন-
১
নূরের আলোয় সুঁই পাওয়া হাদীসের তাহকীক এবং নূর দাবিদারদের অসাড় বক্তব্য
২
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরী?
৪
রাসূল সাঃ কি আল্লাহর নূরের তৈরী?
৫
রাসূল সাঃ এর নূর ও প্রথম সৃষ্টি বিষয়ক হাদীসের তাহকীক
৬
সূরা মায়িদার ১৫ নং আয়াত দ্বারা কি নবীজী নূরের তৈরী প্রমাণ হয়?
৭
নূর বিষয়ে আশরাফ আলী থানবী রহঃ এর উপর মিথ্যা অপবাদের জবাব
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।