প্রশ্ন
Allahumm amen bole monajat shuru kore, la ilaha illallahu mohammadurrasulullah bole monajat shesh kore. Eta ki bidat ?
Name. Sanaulla
Dhaka keranigonj
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, এটি বেদআত নয়। তবে একে জরুরী মনে করা বেদআত। তবে দুআ করার সুন্নাত পদ্ধতি হল, যেমনটি হাদীসে বর্ণিত-
فضالة بن عبيد يقول : سمع النبي صلى الله عليه و سلم—-إذا صلى أحدكم فليبدأ بتحميد الله والثناء عليه ثم ليصل على النبي صلى الله عليه و سلم ثم ليدع بعد بما يشاء
হযরত ফুযালা বিন উবায়েদ রাঃ বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যখন তোমাদের কেউ দুআ করে, তখন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা বাক্য পাঠ করবে, তারপর নবীজী সাঃ এর উপর দরূদ পাঠ করবে, তারপর যা মনে চায় তা চাইবে। {সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-১৯৬০, সুনানে তিরমিজী, হাদীস নং-৩৪৭৭}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।