আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকার সকল বিভাগের শিক্ষক, স্টাফ, শিক্ষার্থী ও ভর্তিচ্ছুকদের জানানো যাচ্ছে যে, আগামী ৮ই আগস্ট ২০২০ ঈসাব্দ রোজ শনিবার প্রতিষ্ঠান খোলা হবে।
কোটা পুরণ সাপেক্ষে স্বল্প সংখ্যক ছাত্র ‘ইফতা, নৈশ ও মাদানী নিসাব’ বিভাগে ভর্তি নেয়া হবে।
১২ ই আগস্ট ২০২০ ঈসাব্দ রোজ বুধবার সকাল থেকে দরসী কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে ইনশাআল্লাহ।
তাই ভর্তিচ্ছুক ছাত্রদের মাদরাসায় এসে ভর্তি কাজ সমাধা করতে বলা হচ্ছে।
ভর্তি হওয়া ছাত্ররা ১১ ই আগস্ট ২০২০ ঈসাব্দ সন্ধ্যার মাঝে মাদরাসায় চলে আসার নির্দেশ দেয়া হচ্ছে।
আলমু’লিন
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ভর্তি সংক্রান্ত তথ্য জানতে
মুফতী আজীজুর রহমান হাসান ফরায়েজী– ০১৯৫৫৩২৭১০৪
মুফতী আহসানুল ইসলাম -০১৯৯১৯৯৯৪৭৯
পরিচালকঃ 01723785925, 01966638356