প্রচ্ছদ / কসম ও মান্নত / মান্নত করার পর তা থেকে রুজু করার কোন সুযোগ আছে কি?

মান্নত করার পর তা থেকে রুজু করার কোন সুযোগ আছে কি?

প্রশ্ন

মুফতী সাহেবের নিকট আমার প্রশ্ন হল, কোন ব্যক্তি মান্নত করল যে, আমার ওমুক কাজটি হলে আমি এতো টাকা সদকা করবো। বা হজ্জ করবো কিংবা এতো রাকাত নামাজ পড়বো ইত্যাদি।

এখন উক্ত মান্নত থেকে রুজু করতে চায়। প্রশ্ন হল, মান্নত করার পর তা থেকে রুজু করার কোন সুরত আছে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মান্নত করার পর তা থেকে রুজু করার কোন সুযোগ নেই। তাই কাজটি পূর্ণ হবার পর মান্নতকৃত ইবাদতটি করা আবশ্যক।

 

وَلْيُوفُوا نُذُورَهُمْ [٢٢:٢٩]

তাদের মানত পূর্ণ করে [সূরা হজ্জ-২৯]

والنذر فى معنى الطلاق والعتاق لأنه لا يحتمل الفسخ بعد وقوعه (البحر الرائق، كتاب الصوم، فصل فى النذر-2\518، التفسير المظهرى-6\206)

والنذر……. ولا يحتمل الفسخ بعد وقوعه (المبسوط للسرخسى-24\42)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

আমানতের টাকায় মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?

প্রশ্ন কারো কাছে এক লাখ টাকা আমানত রাখা হলো। কিন্তু আমানতের টাকা দিয়ে আমানত গ্রহণকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *