প্রচ্ছদ / আহলে হাদীস / লা মাযহাবীদের কাছে কুরবানী বিষয়ক ৪১টি প্রশ্ন

লা মাযহাবীদের কাছে কুরবানী বিষয়ক ৪১টি প্রশ্ন

মূলমুনাজিরে ইসলাম মাওলানা মুহাম্মদ আমীন সফদর ওকাড়বী রহঃ

অনুবাদলুৎফুর রহমান ফরায়েজী

লা মাযহাবী বন্ধুদের দাবী হল, তারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো কথাকে দ্বীনী বিষয়ে দলীল মানে না। এ কারণে তাদের কাছে আমাদের আবেদন হল, কুরবানী বিষয়ক নিম্নোক্ত প্রশ্নগুলোর জবাব কুরআনের স্পষ্ট আয়াত বা সহীহ সরীহ এবং বৈপরীত্বহীন সহীহ হাদীসের মাধ্যমে পেশ করবেন। কোন উম্মতীর কথা পেশ করে মুশরিক হবেন না। কারণ, তাদের মতে দ্বীনী বিষয়ে উম্মতীর কথা গ্রহণ করা শিরক।

তাই আশা করি উত্তর প্রদান করবেন। উত্তর না দিয়ে চুপ থেকে বোবা শয়তান থাকবেন বলেই প্রত্যাশা।

কুরবানী ফরজ, নাকি ওয়াজিব, নাকি সুন্নত নাকি নফল? পরিস্কার বিধান কুরআন ও হাদীস থেকে জানান।

যদি বলেন যে, কুরবানী ফরজ, ওয়াজিব, সুন্নত বা নফল কোনটিই নয়। তাহলে প্রশ্ন হল, যেসব ফক্বীহগন কুরবানীকে ওয়াজিব বা সুন্নত বলেছেন তারা কুরআন ও হাদীসের আলোকে কাফির না ফাসিক নাকি বিদআতি?

কুরবানীদাতার মাঝে কোন কোন শর্ত পাওয়া জরুরী? স্পষ্ট আয়াত বা হাদীসের মাধ্যমে পেশ করুন।

কুরবানী জরুরী হবার জন্য কতটুকু নেসাব হওয়া জরুরী? নিসাব বর্ধনশীল সম্পদ হওয়া কি আবশ্যক?

জমিন, বাড়ী, দোকান, বাস, ট্রাক ইত্যাদির মূল্য নিসাব হিসেবে গণ্য হবে নাকি এসবের আমদানী?

জরুরতের বস্তু বলতে কী বুঝায়? যা নিসাবের মাঝে অন্তর্ভূক্ত হবে না।

যে মুসলমান সামর্থ থাকা সত্বেও কুরবানী না করে, তার গোনাহ কতটুকু? এ গোনাহের শাস্তির সীমা কতটুকু?

যে বকরী, গরু ইত্যাদি চার, ছয় বা আট দাতওয়ালা এসবের কুরবানী কি হাদীসের আলোকে জায়েজ?

جذعة মানে কি? যে প্রাণী দুই দাতওয়ালা নয়, চাই একদিন বা এক সপ্তাহ বা এক মাসের হোক তার কুরবানী কি জায়েজ?

১০

মুছিন্না কাকে বলে? এটা এক বচন, না দ্বিবচন নাকি বহুবচন?

১১

মহিষের গোস্ত, দুধ ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছেন বা খাওয়ার হুকুম দিয়েছেন?

১২

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মহিষ, হরিণ, ঘোড়ার কুরবানী দিয়েছেন কি?

১৩

মহিষ, গরুর মাঝে কতজন অংশীদার হতে পারে? যদি অংশীদারদের মাঝে একজন কাদিয়ানী হয়, তাহলে আহলে হাদীস অংশীদারের কুরবানী হবে কি?

১৪

এক গরু বা মহিষে কয়েকজন মিলে শরীক হলো। তাদের মাঝে আহলে হাদীস, হানাফী, শাফেয়ী, মালেকী, হাম্বলী, কাদিয়ানী এবং শিয়া অংশীদারও রয়েছে। তাহলে এ কুরবানী শুদ্ধ হবে কি?

১৫

এক ব্যক্তি বিশটি নিসাবের মালিক। এখন উক্ত ব্যক্তি একটি কুরবানী দিবে নাকি বিশটি?

১৬

হাতি, খচ্চর কুরবানী দেয়া যাবে? হাতি, খচ্চর ও ঘোড়ার কুরবানীতে কতজন অংশীদার হতে পারে?

১৭

বেজি, ব্যাঙ, মুরগী ইত্যাদি কুরবানী দেয়া জায়েজ? স্পষ্ট হাদীসের মাধ্যমে জানতে চাই।

১৮

মুরগী, কবুতর, চড়ুই ইত্যাদির ডিমের কুরবানী দেবার হুকুম কী? পরিস্কার হাদীস দ্বারা জানতে চাই।

১৯

কুরবানীর গোস্ত ওজন করে বন্টন করা উচিত নাকি আন্দাজ করে? হাদীসের স্পষ্ট শব্দে জানতে চাই।

২০

কুরবানীর গোস্ত কোন হানাফী, শাফেয়ী, মালেকী, হাম্বলী, বেরেলবীকে দেয়া জায়েজ না নাজায়েজ?

২১

বড় কুরবানীর পশুতে ওলীমার নিয়তে অংশ রাখার হুকুম কী? হাদীসের আলোকে জানতে চাই।

২২

বেনামাজী ব্যক্তির কুরবানীর হুকুম কী? তার কুরবানী শুদ্ধ হবে কি না? হাদীসের আলোকে জানতে চাই।

২৩

কুরবানীর গরুতে আকীকা বা মান্নাতের অংশ রাখা হাদীসে নিষেধ করা হয়েছে নাকি জায়েজ?

২৪

আহলে হাদীস আন্দোলন সদস্য ব্যক্তির কুরবানীর গরুতে জমিয়তে আহলে হাদীসের সদস্য বা কাদিয়ানী ব্যক্তিকে শামিল করলে কুরবানী শুদ্ধ হবে কি? হাদীসের আলোকে জানতে চাই।

২৫

কুরবানীর পশু হানাফী মাযহাবী অনুসারী কাউকে দিয়ে জবাই করানো কতটুকু বৈধ? হাদীসের আলোকে জানতে চাই।

২৬

কুরবানীর পশু কোন কাফের যদি বিসমিল্লাহ ছাড়া জবাই করে, তাহলে কুরবানী শুদ্ধ হবে কি না?

২৭

কুরবানী দেবার বদলে এর মূল্য দান করে দিলে কুরবানীর সওয়াব পাবে কি? হাদীসে এ বিষয়ে কী নির্দেশনা রয়েছে?

২৮

আহলে হাদীস হানাফীর পিছনে নামায পড়ে কুরবানী করে ফেলেছে তার এ কুরবানী কি শুদ্ধ হয়েছে?

২৯

ঈদের নামায পড়ে কুরবানী করা হয়েছে। পরে জানা গেল যে, ইমাম সাহেব অযু ছাড়া বা ফরজ গোসল না করেই নামায পড়িয়েছেন। এখন কুরবানী কি শুদ্ধ হয়েছে নাকি আবার করতে হবে?

৩০

ঈদের নামায না পরেই এক ব্যক্তি লোকদের সাথে কুরবানী দিয়ে দিল। তার কুরবানীটি শুদ্ধ হবে কি?

৩১

জবাই করার সময় কতগুলো রগ কাটা জরুরী? সংখ্যা ও রগের নাম সহীহ হাদীস থেকে জানতে চাই।

৩২

কুরবানীর জন্য পশু শোয়ানোর সময় পশুটি লেংড়া বা কানা হয়ে গেল। এখন উক্ত পশু দিয়ে কুরবানী শুদ্ধ হবে কি? হাদীসের আলোকে জানতে চাই।

৩৩

কুরবানীর চামড়া বা কুরবানীর গোস্ত মসজিদের ইমামকে দেয়া জায়েজ হবে কি? হাদীসে কী বলা আছে?

৩৪

কুরবানীর চামড়া কসাইকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দিল। এখন ক্ষতিপূরণ কী হবে?

৩৫

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানী কোথায় করতেন? ঈদগাহে, বাড়িতে বা রাস্তায় কুরবানী করার হুকুম কী? হাদীসের আলোকে জানতে চাই।

৩৬

কুরবানীর দুআ না পড়লে কুরবানী হবে কি? হাদীসে এ বিষয়ে কী নির্দেশনা আছে?

৩৭

বর্তমান কতিপয় লা মাযহাবীরা ঈদের চতুর্থ দিন কুরবানী দেয়াকে সওয়াবের কাজ মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো চতুর্থ দিন কুরবানী দিয়েছেন?

৩৮

যে সাহাবাগণ তিন দিন কুরবানী দেবার প্রবক্তা ছিলেন, তারা কি হাদীসের বিপরীতে নিজস্ব রায়ের উপর অটল ছিলেন নাকি তাদের পক্ষেও কোন সহীহ হাদীস ছিল?

৩৯

রাতের বেলা কুরবানী করা কি জায়েজ?

৪০

কুরবানীর দিন অতিক্রম হয়ে গেছে, কিন্তু কোন ব্যক্তি কুরবানী করেনি। উক্ত ব্যক্তির করণীয় কী? হাদীসে কী নির্দেশনা এসেছে?

৪১

কুরবানীর পশু হারিয়ে গেছে। তারপর আরেকটি ক্রয় করা হল। এরপর দেখা গেল প্রথমটিও পাওয়া গেছে। এখন কি দু’টোই কুরবানী দিতে হবে নাকি একটি দিলেই হবে?

সহীহ হাদীসের আলোকে জানতে চাই। ফিক্বহে ইসলামীর কোন কিতাব বা ফক্বীহের উক্তি নকল করা যাবে না। যদি করেন, তাহলে আপনারা প্রকৃত আহলে হাদীস নয় বরং প্রতারক আহলে হাদীস বলেই গণ্য হবেন।

0Shares

আরও জানুন

হানাফী মাযহাব মতে বুযুর্গদের কবর পাকা করার অনুমতি আছে?

প্রশ্ন আল্লাহ ওয়ালা বুযুর্গদের কবর কি পাকা করা হানাফী মাযহাব মতে জায়েজ? দয়া করে জানালে …

One comment

  1. সালাম। লা মাযহাবী ফিতনা ! ওরা এ সবের জবাব কোন দিন দিবে না

Leave a Reply to ফরহাদ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *