প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন

  নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী

একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন আমাদের বিয়ে ঠিক হয়েছে  কিন্তু রিলেশন চলাকালীন আমি তাকে বহুবার বলেছি তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ নামে,তোমার সাথে ব্রেকাপ,তোমার সাথে সারা জীবন এর জন্য সব সম্পর্ক শেষ করে দিলাম,তুমি আমার মন থেকে উঠেগেছ সারাজীবন এর জন্য,অন্য জনের সাথে বিয়ে করে সুখে থাকো,একবার বলেছিলাম তোমার সথে ব্রেকাপ, ব্রেকাপ, ব্রেকাপ ৩ বার, এখন বিয়া হলে তালাকও দিয়ে দিতাম,আমুক কাজ করলে ওই দিনের পর থেকে সম্পর্ক থাকবে না, বিয়ের আাগে না পরে এটা উল্লেখকরি নাই সাধারন ভাবেই বিয়ের আগের সম্পর্ক ব্রেকআপের কথা বলতাম এই কথা বলার পরেও সে ওইকাজ করেছিল।

কিন্তু আমি সম্পর্ক ছিন্ন করি নাই, আবার বিয়ের কথা উল্লেখ করেও এভাবে বলতাম অমুক কাজ করলে বিয়ের পর তালাক দিবো, আমি তোমাকে বিয়ে করবো কিন্তু আমার ভয় হয় যদি তুমি এমনই থাকো আর আমাদের এত ঝগরা হয় তাহলে তো ডিভোর্স হয়ে যাইবো, আমার মনে হয় আমাদের বিয়ে হলে ভিভোর্স হয়ে যাইবো,আমার সাথে বিয়ের পর যদি ঝগরা লাগে আর এই ভাষায় কথা বলো হয় আমার মাইর খাইয়া মরবা নাহলে তলাক হইবো,

(এইখানে ডিভোর্স হইবো বলতে বুঝিয়ে ছিলাম যে ২ জনের মধ্যে কেউ হয়তো ডিভোর্স দিবে), আমি যদি এমন কিছু শুনি তহলে কিছু চিন্তা করবো না সোজা তালাক, ওই দিনই সব সম্পর্ক শেষ এই রকম অনেক কথা বলতাম এখন সে যদি বিয়ের আাগে বা পরে ঐ কাজ গুলো করে তাহলে কি সত্যি সত্যি তালাক হয়ে যাবে,  আরো কি কি শর্ত করেছি সঠিক মনে নেই, যদি ৩-৪ টা শর্ত দিয়ে থাকি আর সে ৩-৪ বার বা তার বেশি বার ওই শর্ত ভাঙ্গে তাহলে কি ৩ তালাক হবে,কখনো বলেছি তালক দিবো আর কখনো বলেছি এই কাজ করলে তালাক হবে, শুধু একটা ঘটনা মনে আছে আমি বলেছিলাম আমি যদি এমন কিছু শুনি তহলে কিছু চিন্তা করবো না সোজা তালাক,(উদ্দেশ্য তালাক দিবো ভবিষ্যতে যদি বিয়ে হয়),

তবে ফেসবুকে তাকে উদ্দেশ্য করে ভিডিও শেয়ার করছিলাম ছেলের মা-কে তার স্ত্রী অপমান করায় ছেলে ঐ স্ত্রী কে তালাক দেয়া এই রকম ভিডিও। এখন আমি বিয়ে আগে এই শর্ত গুলো প্রত্যাহার করতে চাই, কারন আমার দেয়া এই ৩-৪ টা শর্ত গুলা তো বিয়ের পর ভাঙ্গেবেই,আমরা বিয়ে করলে কি তালাখ হবে, আমাদের এখন করনীয় কি,আমি এই মেয়ে-কেই বিয়ে করতে চাই।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনি উক্ত মেয়েকে বিয়ে করতে পারেন। বিয়ে করলে কোন বিয়ের আগের প্রশ্নোক্ত কথাগুলোর কারণে কোন তালাক পতিত হবে না। তাই পেরেশান হবার কিছু নেই। কারণ, প্রশ্নোল্লিখত কথাগুলো বিয়ের আগে বলার দ্বারা স্ত্রীর উপর কোন তালাক পতিত হয় না।  

ومحله المنكوحة (رد المحتار، زكريا-4/431، كرتاشى-3/230)

ومنها الإضافة إلى المرأة (بدائع الصنائع، زكريا-3/222، رد المحتار، زكريا-4/493، كرتاشى-3/272، الفتاوى التاتارخانية-4/419، رقم-6575، بزازية على هامش الهندية-4/171، جديد-1/112)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

স্বামীর অনুমোদন ছাড়া স্ত্রীর জন্য বাহিরে গিয়ে স্কুলে শিক্ষকতা করার হুকুম কী?

প্রশ্ন আস্সালামু আলাইকুম, আমার জানার বিষয় হচ্ছে, আমার স্ত্রী একজন সরকারী প্রাইমারী শিক্ষীকা। প্রতিদিন বাসস্থান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *