প্রচ্ছদ / প্রশ্নোত্তর / বিয়ের সময় এক লাখ টাকা কিন্তু কাবিননামায় না জানিয়ে দশ লাখ টাকা মোহর লিখলে কি বিবাহ হবে?

বিয়ের সময় এক লাখ টাকা কিন্তু কাবিননামায় না জানিয়ে দশ লাখ টাকা মোহর লিখলে কি বিবাহ হবে?

মাসায়েলে মোহর, মোহরানার বিধান, দেনমোহর, মোহর প্রদান, মোহরের পরিমাণ, সর্বনিম্ন মোহর, সর্বোচ্চ মোহর, মোহর সংক্রান্ত মাসায়েল, মোহর প্রদান, মোহরানার বিধানাবলী, দেনমোহরের পরিমাণ, মহর, আহকামে মোহর, মোহরের বিধান, মোহর সম্পর্কিত, মোহরের বিনিময়ে তালাক, জরিমানার বিনিময়ে তালাক, মোহর বাড়ানো, মোহর কমানো, মহর বাড়ানো, দেনমোহরের বিধান, লুকিয়ে বিয়ে, পালিয়ে বিয়ে, দ্বিতীয়বার বিয়ে, দুই মোহর নির্ধারণ, একাধিক মোহর, একাধিক দেনমোহর, মোহর কমবেশি করা, দেনমোহর কমবেশি করা, না জানিয়ে মোহর বাড়ানো, মোহর বেশি লেখা, আহকামে মোহর, মোহরের বিধিবিধান, মোহর সংক্রান্ত,

 

এক বিবাহের মধ্যে ১,০০০০০ (এক লক্ষ) টাকা দেন-মোহরে বিবাহ সম্পন্ন হয়, কয়েক বছর পর ছেলে পক্ষ কাগজ উঠিয়ে দেখে ১০,০০০০০ (দশ লক্ষ) লেখা  এখন এটা মূলত তাদের একটা প্রতারণা ছিল।

আর বিবাহের মধ্যে মোহর হচ্ছে গুরুত্ব পূর্ণ বিষয় যা স্ত্রীর হক।

আমার জান্তে চাওয়া হল বিবাহ সহিহ কি না? দলিল সহ জানালে উপকৃত হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

বিয়ের মোহর স্বামী স্ত্রী বা তাদের অভিভাবকদের নির্ধারণের মাধ্যমে যা নির্ধারিত হয় এবং যেটিকে সাক্ষীদের সামনে বিবাহের সময় উল্লেখ করে বিবাহের ইজাব কবুল হয়ে থাকে, সেটিই মূলত মোহর।

পরবর্তীতে যদি কেউ কমবেশি করে লিখে থাকে, যে বিষয়ে বর বা কনেপক্ষের এক পক্ষ বা উভয় পক্ষ কিছুই জানে না, সেটি মোহর হিসেবে সাব্যস্ত হবে না।

সুতরাং উপরোক্ত বিবাহ শুদ্ধ হয়ে গেছে এক লাখ টাকা মোহরের বিনিময়ে যদি তা বিবাহের সময় উল্লেখ করে বিবাহ হয়ে থাকে।

সুতরাং দশ লাখ টাকা যেটি অগোচরে পরবর্তীতে বা না জানিয়ে লিখা হয়েছে সেটি শরয়ী দৃষ্টিকোণ থেকে মোহর হিসেবে সাব্যস্ত হবে না।

والمتبادر التسمية وقت العقد فخرج ما فرض أو زيد بعد العقد إلا ما فرض أو زيد بتراضيها (رد المحتار، زكريا-4/235-236)

فإن سمى فى العقد ما لا كان المملوك بالعقد مضمونا بالمسمى (الفتاوى التاتارخانية-4/159، رقم-5834)

أن المسمى تأكد بالتسمية، والعقد جميعا، فلتأكده لا يسقط كله لا بالطلاق، ولا بالموت (المبسوط للسرخسى-5/64)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *