প্রচ্ছদ / কসম ও মান্নত / “ছেলে সুস্থ্য হলে আকীকা করবো” বলার দ্বারা কি মান্নত হয়?

“ছেলে সুস্থ্য হলে আকীকা করবো” বলার দ্বারা কি মান্নত হয়?

প্রশ্ন

From: সুহায়েল আহমাদ
বিষয়ঃ আক্বীকা

প্রশ্নঃ
কোন ব্যক্তি মান্নত করলো, আমার ছেলে সুস্থ হলে আমি তার আক্বীকা করবো, এখন জানার বিষয় হল, আক্বীকার মান্নত সহিহ হবে কি না ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আকীকা করার কথা বলার দ্বারা মান্নাত সহীহ হয়নি। তবে যদি বলে যে, আকীকা করে তার গোস্ত দান করে দিবে, তাহলে মান্নাত সহীহ হবে।

ولو قال ان برأت من مرضى هذا ذبحت شاة او على شاة اذبحها فبرئ لا يلزمه شيئ، لأن الذبح ليس من جنسه فرض لا يصح، إلا اذا زاد اتصدق بلحمها فيلزمه (الدر المختار مع رد المحتار، زكريا-5/523، فتح القدير، كتاب أيمان، فصل فى الكفارة، دار الفكر بيروت-5/92)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

সাক্ষীদের না জানা অবস্থায় ইংরেজী ভাষায় ইজাব কবুল করলে বিবাহ হবে কি?

প্রশ্ন সম্মানিত মুফতি সাহেব,আল্লহ আপনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন।বিনয়ের সাথে একটি সমস্যার সমাধান জানতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *