প্রচ্ছদ / আদব ও আখলাক / পুরাতন কুরআন ফেলা কুপে পায়খানার টাঙ্কি বানালে করণীয় কী?

পুরাতন কুরআন ফেলা কুপে পায়খানার টাঙ্কি বানালে করণীয় কী?

প্রশ্ন

আমার বাড়ি পদ্মা নদীর পাশে, একটি বন্যায় স্রোতে একটি কোরআন শরীফ ভেসে এসে আমার বাড়ীর পাশের বাধে লেগে যায়, জৈনক মহিলা পাতা ঝাড়ু দিচ্ছিলেন আর সেখানেই কোরআনটির অনেকগুলি পাতা ছড়িয়ে ছিল, আমি সেগুলোকে একত্রিত করি এবং একটি পরিত্যাক্ত কুপে ফেলে দেয় (আমি শুনেছিলাম যে এমন কোরআন পরিত্যাক্ত কুপে ফেলে দিতে হয়) আমি এমনটি করি যেন কোরআনিটির হেফাযোত করতে পারি। কিন্তু বেশ অনেকদিন পর আমি সেই কুপের পাশে যাই আর দেখতে পাই যে, সেই কুপের মালিকা ভাড়া দেওয়ার জন্য বাড়ী তৈরী করেছে আর সেই সকল বাড়ীর পায়খানার ডেলিভারি লাইন দিয়েছে সেই কুপে, তখন নামার হৃদয় কেপে উঠে। আর তখন থেকেই নিজেকে অপরাধী মনে হয়, আর এটি আমাকে অস্থির করে রেখেছে। এমতাবস্থায় আমার করনিয় কি? অনুগ্রহ পূর্বক অতি তাড়াতাড়ি কুরআন ও সুন্নাহর আলোকে উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন।
ছাইমা
পাকশি, ঈশ্বর্দি, পাবনা।

উত্তর

بسم الله الرحمن الرحيم

কুপে ফেলে দেবার পর যদি সেখানে পায়খানা টাঙ্কি করতে চায়, তাহলে নিচে ইট দিয়ে দেয়াল দিয়ে নিচের অংশ আটকে দিতে হবে। তার উপরে টাঙ্কি করলে গোনাহ হবে না। কিন্তু সরাসরি কুরআন ফেলা অংশে টয়লেটের টাঙ্কি করা মারাত্মক গোনাহের কাজ।

তবে যেহেতু কাজটি আপনি ইচ্ছেকৃত করেননি। আর টাঙ্কি করা হয়ে গেছে। তাই আল্লাহর কাছে কায়মানোবাক্যে ক্ষমা চাওয়া ছাড়া আর কোন গত্যান্তর নেই।

আল্লাহ তাআলার কাছে অনুতাপের সাথে ক্ষমা চাইলে আশা করি রব্বে কারীম আপনাকে ক্ষমা করে দিবেন।

وفى ذلك نوع تحقير إلا إذا جعل فوقه سقف (رد المحتار، زكريا-1/320، كرتاشى-1/177)

وفى ذلك نوع تحقير واستخفاف بكلام الله عزوجل، إذا أن يجعل عليه سقف حتى لا يحتاج إلى إهالة التراب (الفتاوى التاتارخانية-18/69، رقم-28065)

وفى ذلك نوع تحقير إلا إذا جعل فوقه سقف بحيث لا يصل التراب إليه فهو حسن (الفتاوى الهندية-5/323، جديد-5/375)

فهو كما لو بال على سطح بيت فيه مصحف، وذلك لا يكره (المطيح البرهانى-8/5، رقم-9462، الفتاوى التاتارخانية-18/64، رقم-28037)


عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ (سنن ابن ماجه، رقم-4250)
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم لا يلج النار رجل بكي من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جنهم (سنن النسائى، رقم-3108، سنن الترمذى، رقم-1633، 2311، سنن ابى داود، رقم-427)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

 

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *