প্রচ্ছদ / নির্বাচিত / তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের জন্য বিশেষ দুআর দরখাস্ত

তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের জন্য বিশেষ দুআর দরখাস্ত

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা!

আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক আকিদা বিশ্বাস প্রচার-প্রসার, দৈনন্দিন মাসআলা মাসায়েল, তাযকিয়া তাসাউফ, দাওয়াত ও তাবলীগ, আমল ও আখলাকী বিষয়ের প্রচার ও বাতিলপন্থীদের নানামুখী প্রশ্নের দলীলভিত্তিক জবাব প্রদান করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয়েছিল তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ ও সহযোগী প্রতিষ্ঠান আহলে হক বাংলা মিডিয়া সার্ভিস। প্রাতিষ্ঠানিক রূপে হক ও হক্কানিয়াত প্রচারের নিমিত্তে গত রমজান মাস থেকে অফিসিয়াল পদ্ধতিতে চলে আসছে আমাদের কার্যক্রম।

ইতোমধ্যে আমরা বেশ কিছু মতভেদপূর্ণ ও বাতিলের প্রোপাগান্ডার শিকার বিষয়ে দলীলভিত্তিক ভিডিও প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ। যা আপনারা সাম্প্রতিক অডিও ভিডিও  ক্যাটাগরিতে প্রবেশ করে দেখতে পাবেন। আরো বেশ কিছু বিষয়ে দলীলভিত্তিক প্রবন্ধ ও ভিডিও প্রকাশেরও উদ্যোগ নেয়া হয়েছে।

সাম্প্রতিক আর্থিক সংকটের কারণে বাসা ভাড়াসহ বিভিন্ন খরচ সরবরাহে বিগত চার মাসের বাসা ভাড়া [১৫০০০ × ৪ = ৬০,০০০/=] বাকি পড়েছে। সামনের রমজান পর্যন্ত বাসা ভাড়া [১৫,০০০ × ৩ = ৪৫,০০০/=] আবশ্যকীয় প্রয়োজন পূরণে বাহ্যিকভাবে অক্ষমতা দেখতে পাচ্ছি। 

আমরা জানি আল্লাহ রাব্বুল আলামীনের খাজানায় কোন কমতি নেই। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনিই সম্পদের মালিক। তিনি দারিদ্রতার মালিক।

সকলের আন্তরিক দুআ ও নেক পরামর্শ আমাদের পথচলাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন বলে আমরা আশাবাদী। তাই সকলের নেক দৃষ্টি এবং দুআর আবেদন রইল।

আল্লাহ তাআলা যেন সকল প্রকার পরীক্ষা থেকে রক্ষা করে দুনিয়া ও আখেরাতের জীবনকে সহজ করে দেন। হক ও হক্কানিয়্যাতের আওয়াজকে বুলন্দ করে দেন। আমীন।

 

যোগাযোগ ও পরামর্শ পাঠানোর ঠিকানা

লুৎফুর রহমান ফরায়েজী

তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার

(একটি আহলে হক মিডিয়া প্রয়াস)

১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।

[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]

একাউন্ট এড্রেস

islami bank bangladesh limited 

Branch Rampura, Dhaka

Account Title– LUTFOR RAHMAN FARAZI AKRAM

Account No– 20502260202166316

সংক্ষেপে21663

Bikas– 01723785925।

মেইলahlehaqmedia2014@gmail.com

মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।

আরও জানুন

মাহে রমজানে বিশেষ দুআর আবেদন!

السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা! আপনাদের দুআর …

No comments

  1. m m abdullah makkah

    আমি বিকাশে পাঠাবো যতটুকু সম্ভব ইনশাআল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস