প্রচ্ছদ / নির্বাচিত / তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের জন্য বিশেষ দুআর দরখাস্ত

তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের জন্য বিশেষ দুআর দরখাস্ত

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা!

আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক আকিদা বিশ্বাস প্রচার-প্রসার, দৈনন্দিন মাসআলা মাসায়েল, তাযকিয়া তাসাউফ, দাওয়াত ও তাবলীগ, আমল ও আখলাকী বিষয়ের প্রচার ও বাতিলপন্থীদের নানামুখী প্রশ্নের দলীলভিত্তিক জবাব প্রদান করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয়েছিল তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ ও সহযোগী প্রতিষ্ঠান আহলে হক বাংলা মিডিয়া সার্ভিস। প্রাতিষ্ঠানিক রূপে হক ও হক্কানিয়াত প্রচারের নিমিত্তে গত রমজান মাস থেকে অফিসিয়াল পদ্ধতিতে চলে আসছে আমাদের কার্যক্রম।

ইতোমধ্যে আমরা বেশ কিছু মতভেদপূর্ণ ও বাতিলের প্রোপাগান্ডার শিকার বিষয়ে দলীলভিত্তিক ভিডিও প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ। যা আপনারা সাম্প্রতিক অডিও ভিডিও  ক্যাটাগরিতে প্রবেশ করে দেখতে পাবেন। আরো বেশ কিছু বিষয়ে দলীলভিত্তিক প্রবন্ধ ও ভিডিও প্রকাশেরও উদ্যোগ নেয়া হয়েছে।

সাম্প্রতিক আর্থিক সংকটের কারণে বাসা ভাড়াসহ বিভিন্ন খরচ সরবরাহে বিগত চার মাসের বাসা ভাড়া [১৫০০০ × ৪ = ৬০,০০০/=] বাকি পড়েছে। সামনের রমজান পর্যন্ত বাসা ভাড়া [১৫,০০০ × ৩ = ৪৫,০০০/=] আবশ্যকীয় প্রয়োজন পূরণে বাহ্যিকভাবে অক্ষমতা দেখতে পাচ্ছি। 

আমরা জানি আল্লাহ রাব্বুল আলামীনের খাজানায় কোন কমতি নেই। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনিই সম্পদের মালিক। তিনি দারিদ্রতার মালিক।

সকলের আন্তরিক দুআ ও নেক পরামর্শ আমাদের পথচলাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন বলে আমরা আশাবাদী। তাই সকলের নেক দৃষ্টি এবং দুআর আবেদন রইল।

আল্লাহ তাআলা যেন সকল প্রকার পরীক্ষা থেকে রক্ষা করে দুনিয়া ও আখেরাতের জীবনকে সহজ করে দেন। হক ও হক্কানিয়্যাতের আওয়াজকে বুলন্দ করে দেন। আমীন।

 

যোগাযোগ ও পরামর্শ পাঠানোর ঠিকানা

লুৎফুর রহমান ফরায়েজী

তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার

(একটি আহলে হক মিডিয়া প্রয়াস)

১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।

[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]

একাউন্ট এড্রেস

islami bank bangladesh limited 

Branch Rampura, Dhaka

Account Title– LUTFOR RAHMAN FARAZI AKRAM

Account No– 20502260202166316

সংক্ষেপে21663

Bikas– 01723785925।

মেইল[email protected]

মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।

0Shares

আরও জানুন

হাদীস সংরক্ষণে নবীজী সাঃ কোন উদ্যোগ গ্রহণ করেননি? হাদীস লিখতে কেন নিষেধ করা হয়েছিল?

লুৎফুর রহমান ফরায়েজী বর্তমান যুগে কতিপয় জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মাঝে মুনকিরীনে হাদীস তথা হাদীস অস্বিকারকারী …

No comments

  1. m m abdullah makkah

    আমি বিকাশে পাঠাবো যতটুকু সম্ভব ইনশাআল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *