প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমি একদিন আসরের নামাযে ইমামকে মাঝখানের বৈঠকে পেয়েছি। আমি প্রথম দুই রাকাত পাইনি।
ইমাম যখন বাকি দুই রাকাত শেষে বৈঠক করে সালাম ফিরায়, তখন আমি আমার বাকি নামায পূর্ণ করার জন্য যখন দাঁড়াতে যাবো, তখন দেখলাম ইমাম সাহেব সাহু সেজদা দিচ্ছে।
এখন আমার প্রশ্ন হল, এমতাবস্থায় আমার করণীয় কী? আমি কি দাড়িয়ে আমার বাকি নামায পূর্ণ করবো? নাকি ইমামের সাথে সাহু সেজদা দিবো? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
ইমামের সাথে সাহু সেজদা দেয়া আবশ্যক। তারপর বৈঠক শেষে ইমাম যখন দ্বিতীয়বার সালাম ফিরাবে, তখন আপনি দাঁড়িয়ে বাকি নামায পূর্ণ করবেন।
أنه يتابع الإمام فى السهو (الفتاوى الهندية-1/92)
لو قام إلى قضاء ما سبق به وعلى الإمام سجدتا سهو ولو قبل إقتدائه فعليه أن يعود (تنوير الأبصار مع رد المحتار-2/348، بدائع الصنائع-1/421)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]