প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / বালতিতে অনবরত পানির কল থেকে পানি পড়লে তা কি প্রবাহিত পানির হুকুমে হবে?

বালতিতে অনবরত পানির কল থেকে পানি পড়লে তা কি প্রবাহিত পানির হুকুমে হবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ।

আমার প্রশ্ন হলো—— পানির কল বা ট্যাপ ছেড়ে রাখা হয়েছে এমনকি বালতি ভরে উপচে পানি পড়তেছে। পানি ছাড়া আছে। এমন অবস্থায় কি এ পানি প্রবাহিত পানির হুকুমে হবে?

দলিলসহ জানালে কৃতার্থ হতাম।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, উক্ত পানি প্রবাহিত পানির হুকুমে চলে আসবে।

(قَوْلُهُ: بِمُجَرَّدِ جَرَيَانِهِ) أَيْ بِأَنْ يَدْخُلَ مِنْ جَانِبٍ وَيَخْرُجَ مِنْ آخَرَ حَالَ دُخُولِهِ وَإِنْ قَلَّ الْخَارِجُ بَحْرٌ. قَالَ ابْنُ الشِّحْنَةِ: لِأَنَّهُ ‌صَارَ ‌جَارِيًا ‌حَقِيقَةً (رد المحتار، زكريا-1/345، كرتاشى-1/195)

وَ) الْجَارِي (هُوَ مَا ‌يُعَدُّ ‌جَارِيًا) عُرْفًا، وَقِيلَ مَا يَذْهَبُ بِتِبْنَةٍ، وَالْأَوَّلُ أَظْهَرُ، وَالثَّانِي أَشْهَرُ (الدر المختار مع رد المحتار، زكريا-1/334، كرتاشى-1/187)

الْأَوَّلُ الْمَاءُ ‌الْجَارِي وَهُوَ مَا يَذْهَبُ بِتِبْنِهِ. كَذَا فِي الْكَنْزِ وَالْخُلَاصَةِ وَهَذَا هُوَ الْحَدُّ الَّذِي لَيْسَ فِي دَرْكِهِ حَرَجٌ. هَكَذَا فِي شَرْحِ الْوُقَايَةِ وَقِيلَ مَا يَعُدُّهُ النَّاسُ جَارِيًا  (الفاتوى الهندية-1/16)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

হিন্দুদের পূজায় ব্যবহৃত পাঠা বিক্রি করার হুকুম কী?

প্রশ্ন আস্সালামু আলাইকুম৷ যে সকল জিনিস শুধু অমুসলিমের ধর্মীয় কাজে ব্যবহার করা হয়, কোন মুসলিম …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস