প্রশ্ন
মাসবূক ব্যক্তি ইমামের একদিকে সালাম ফিরালেই উঠে যাওয়া উচিত নাকি দুই দিকে সালাম ফিরানোর পর? এ বিষয়টি নিয়ে খুবই পেরেশানীতে আছি। কিছু লোককে দেখি ইমাম সালাম ফিরানো শুরু করলেই দাড়িয়ে যায়। আর কিছু লোক একদিকে সালাম ফিরানো শেষ করলে তারপর দাড়ায়। আবার কিছু লোককে দেখেছি যে, তারা ইমাম সাহেব যখন দুই দিকে সালাম ফিরানো শেষ করেন, তখন দাড়িয়ে বাকি নামায আদায় করেন।
দয়া করে সঠিক মাসআলাটি জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
ইমাম যখন দুই দিকে সালাম ফিরানো শেষ করবে। এবং দৃঢ় বিশ্বাস হবে ইমাম সাহেব সাহু সেজদা দিবে না, তখন মাসবূক তার বাকি নামায আদায়ের জন্য দাঁড়াবে। এটাই সঠিক তরীকা।
لا يقوم بعد التسليمة أو التسليمتين بل ينتظر فراغ الإمام بعدهما (رد المحتار-2/348، الفتاوى الهندية-1/91
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]