প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমার স্বামী আমাকে তিন তালাক প্রদান করেছে। কিন্তু তালাক দেবার সময় কোন সাক্ষী উপস্থিত ছিল না। তালাক দেবার কথা সে স্বীকার করে। কিন্তু তার বক্তব্য হল, সাক্ষীর উপস্থিতি ছাড়া তালাক দিলে তালাক হয় না।
এখন আমার প্রশ্ন হল, আসলেই কি তালাক প্রযোজ্য হবার জন্য সাক্ষীর উপস্থিতি জরুরী? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেহেতু আপনার স্বামী তালাক দেবার কথা স্বীকার করছেন। তা’ই সাক্ষীর উপস্থিতি না হলেও তালাক কার্যকর হয়ে গেছে। কারণ, তালাক হবার জন্য সাক্ষীর উপস্থিতি জরুরী নয়।
لو أقر بالطلاق كاذبا أو هازلا وقع قضاء (رد المحتار، كتاب الطلاق، قبيل مطلب فى المسائل التى وقع مع الإكراه-4\440، البحر الرائق-3\428
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]