প্রশ্ন
নামঃ M.s. Shafi
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
প্রশ্নঃ
ডাক্তারদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কম্পানির রিপ্রেজেনটেটিভ আসে গিফট নিয়ে, আর তাদের কম্পানির ঔষধ লিখার জন্য বলে।
এই গিফট নিয়ে ঔষধ লিখা ডাক্তারদের জন্য জায়েজ কিনা? বা এটা কোন পর্যায়ে পরে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কয়েকটি শর্তসহ কোম্পানীর হাদিয়া বা গিফট নেয়া জায়েজ হবে। যথা-
১
শুধুমাত্র হাদিয়া বা গিফট পাবার লালসায় অপ্রয়োজনীয় বা কম কার্যকর ঔষধ লিখতে পারবে না।
২
যদি অন্য কোম্পানীর ওষুধ রোগীর জন্য বেশি উপকারী বা একই মানের কম দামের হয়, তাহলে সেই কোম্পানীর ওষুধই লিখবে, হাদিয়া পাওয়ার কারণে গিফট পাওয়া কোম্পানীর ওষুধ লিখতে পারবে না।
৩
ওষুধ কোম্পানী ডাক্তারকে দেয়া হাদিয়া ও কমিশনের মূল্য রোগীদের থেকে ওষুধের মূল্য বৃদ্ধি করে উসূল না করতে হবে।
৪
ওষুধ কোম্পানী ডাক্তারকে দেয়া হাদিয়া ও কমিশনের কারণে ওষুধের মান কমিয়ে ফেলতে পারবে না।
যদি উপরোক্ত শর্তসমূহ না পাওয়া যায়, তাহলে ডাক্তারের জন্য ওষুধ কোম্পানীর হাদিয়া বা গিফট নেয়া জায়েজ হবে না।
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ (سورة البقرة-188)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ (سورة النساء-29)
وَلَمْ يَرَ ابْنُ سِيرِينَ، وَعَطَاءٌ، وَإِبْرَاهِيمُ، وَالحَسَنُ بِأَجْرِ السِّمْسَارِ بَأْسًا وَقَالَ ابْنُ عَبَّاسٍ: لاَ بَأْسَ أَنْ يَقُولَ: بِعْ هَذَا الثَّوْبَ، فَمَا زَادَ عَلَى كَذَا وَكَذَا، فَهُوَ لَكَ ” وَقَالَ ابْنُ سِيرِينَ: ” إِذَا قَالَ: بِعْهُ بِكَذَا، فَمَا كَانَ مِنْ رِبْحٍ فَهُوَ لَكَ، أَوْ بَيْنِي وَبَيْنَكَ، فَلاَ بَأْسَ بِهِ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: المُسْلِمُونَ عِنْدَ شُرُوطِهِمْ (صحيح البخارى-1/303)
سئل محمد بن مسلمة عن أجرة السمسار، فقال: أرجوا أنه لا بأس به،….. لكثرة التعامل (رد المحتار، كتاب الإجارة، مطلب فى اجرة الدلال، زكريا-9/87، تاتارخانية-15/137، رقم-22462)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]