প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / সাক্ষীর উপস্থিতি ছাড়া স্বামী তিন তালাক দিয়ে অস্বিকার করলে স্ত্রীর করণীয় কী?

সাক্ষীর উপস্থিতি ছাড়া স্বামী তিন তালাক দিয়ে অস্বিকার করলে স্ত্রীর করণীয় কী?

প্রশ্ন

সম্মানিত মুফতী সাহেব।

আমার স্বামী আমাকে তিন তালাক প্রদান করেছে। আমি স্পষ্টই তালাক শুনেছি। আমার উপর রাগ করে আমার সামনেই তিনি তিন তালাক উচ্চারণ করেছেন।

তবে আমি ও আমার স্বামী ছাড়া সেখানে কেউ ছিল না।

কিন্তু এখন সে অস্বিকার করছে। এক্ষেত্রে আমার করণীয় কি? স্বামীর সাথে থাকবো নাকি পৃথক হয়ে যাবো?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি আপনি স্বকর্ণে স্পষ্ট শব্দেই স্বামীর দেয়া তিন তালাক শ্রবণ করে থাকেন। তাহলে সাক্ষী না থাকার কারণে যদিও বাহ্যিক আদালতের ফায়সালা অনুপাতে আপনার উপর তালাকের হুকুম আরোপিত হবে না।

কিন্তু দিয়ানাতান তালাক পতিত হয়ে গেছে। তাই আপনার উচিত খোলা তালাকের মাধ্যমে স্বামী থেকে পৃথক হয়ে যাওয়া।

যদি সম্ভব না হয়, তাহলে বাধ্য হয়ে স্বামীর সাথে বসবাসের দরূণ আপনার গোনাহ না হলেও, আপনার স্বামীর যিনার গোনাহ হতে থাকবে।

তাই সর্বোচ্চ চেষ্টা করা উচিত পৃথক থাকার।

والمرأة كالقاضى إذا سمعته أو أخبرها عدل لا يحل لها تمكينه والفتوى على أنه ليس لها قتله ولا تقتل نفسها بل تفدى نفسها بمال أو تهرب (إلى قوله) إنها ترفع الأمر للقاضى فإن حلف ولا بينة لها فلا إثم عليه الخ (رد المحتار، كتاب الطلاق، مطلب فى قول البحر الخ-4\463، 3\251، 3\305، البحر الرائق-3\448، 3\257)

وكذا فى الهندية-1\354 قديم، 1\422 جديد

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *