প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / ময়লার ড্রেনের পাশের রাস্তায় বৃষ্টির পানির ছিটা লাগলে হুকুম কী?

ময়লার ড্রেনের পাশের রাস্তায় বৃষ্টির পানির ছিটা লাগলে হুকুম কী?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমাদের ঢাকার রাস্তাগুলোর পাশেই ময়লার ড্রেন থাকে। বৃষ্টি হলে অনেক সময় ড্রেনের ময়লা পানি রাস্তায় চলে আসে। এখন বৃষ্টির সময় রাস্তার পানি পড়ে যে ছিটা কাপড়ে লাগে, এসব কী নাপাক?

দয়া করে জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেখানে নাপাক দেখা যায়, বা নাপাক ড্রেনের পাশে রাস্তা হয়, আর সেই নাপাক রাস্তায়ও চলে আসে, তাহলে এমন রাস্তায় পতিত পানির ছিটা নাপাক। তাই গায়ে বা কাপড়ে লাগলে ধৌত করতে হবে।

তবে যদি এমন হয় যে, ব্যক্তির প্রতিদিনই এমন হতে থাকে। এসব থেকে বাঁচা তার জন্য কষ্টসাধ্য। বা কাপড় পাল্টানো বা ময়লা দূর করা কষ্টকর হয়,সেই সাথে নাপাকটি দেখাও না যায়, বরং শুধু ছিটা হয়, তাহলে কেবল উক্ত মাজুর ব্যক্তির ক্ষেত্রে মাফ পাবার সুযোগ রয়েছে। অর্থাৎ তাকে নাপাক বলা যাবে না।

কিন্তু হঠাৎ এমন হলে, বা এ রাস্তার নিয়মিত যাত্রী না হলেও তাকে উক্ত নাপাক দূর করেই পবিত্রতা অর্জন করতে হবে।

طِينُ الشَّوَارِعِ عَفْوٌ وَإِنْ مَلَأَ الثَّوْبَ لِلضَّرُورَةِ وَلَوْ مُخْتَلِطًا بِالْعَذِرَاتِ وَتَجُوزُ الصَّلَاةُ مَعَهُ. اهـ. .

بَلْ الْأَشْبَهُ الْمَنْعُ بِالْقَدْرِ الْفَاحِشِ مِنْهُ إلَّا لِمَنْ اُبْتُلِيَ بِهِ بِحَيْثُ يَجِيءُ وَيَذْهَبُ فِي أَيَّامِ الْأَوْحَالِ فِي بِلَادِنَا الشَّامِيَّةِ لِعَدَمِ انْفِكَاكِ طُرُقِهَا مِنْ النَّجَاسَةِ غَالِبًا مَعَ عُسْرِ الِاحْتِرَازِ، بِخِلَافِ مَنْ لَا يَمُرُّ بِهَا أَصْلًا فِي هَذِهِ الْحَالَةِ فَلَا يُعْفَى فِي حَقِّهِ حَتَّى إنَّ هَذَا لَا يُصَلِّي فِي ثَوْبِ ذَاكَ. اهـ.

وَالْحَاصِلُ أَنَّ الَّذِي يَنْبَغِي أَنَّهُ حَيْثُ كَانَ الْعَفْوُ لِلضَّرُورَةِ، وَعَدَمُ إمْكَانِ الِاحْتِرَازِ أَنْ يُقَالَ بِالْعَفْوِ وَإِنْ غَلَبَتْ النَّجَاسَةُ مَا لَمْ يَرَ عَيْنَهَا لَوْ أَصَابَهُ بِلَا قَصْدٍ وَكَانَ مِمَّنْ يَذْهَبُ وَيَجِيءُ، وَإِلَّا فَلَا ضَرُورَةَ. (رد المحتار، كتاب الطهارة، باب الانجاس، مطلب فى العفو عن طين الشارع-1/531)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …