প্রচ্ছদ / পাক নাপাক / মুরগী বা হাঁসের ডিম সিক্ত অবস্থায় পানিতে পড়লে হুকুম কী?

মুরগী বা হাঁসের ডিম সিক্ত অবস্থায় পানিতে পড়লে হুকুম কী?

প্রশ্ন

সম্মনিত মুফতী সাহেবের কাছে প্রশ্ন হল, মুরগী বা হাঁস যদি পানির বালতিতে ডিম পাড়ে। তাহলে ডিমের খোসার আর্দ্রতার কারণে কি বালতির পানি নাপাক হয়ে যাবে? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, ডিম পাক। তবে যদি ডিমের মধ্যে রক্ত বা বিষ্ঠা লেগে থাকে। তাহলে তা নাপাক। কিন্তু এমনিতে ডিমের আর্দ্রতা বা সিক্ততা নাপাক নয়। তাই, হাঁস বা মুরগীর ডিম পানিতে পড়লে উক্ত বালতির পানি নাপাক হবে না।

তবে সতর্কতা স্বরূপ ফুক্বাহায়ে কেরাম উক্ত পানি দিয়ে অযু গোসল করতে নিষেধ করেন। তাই অন্য পানি থাকা অবস্থায় এ পানি দিয়ে অযু বা গোসল করা থেকে বিরত থাকতে হবে।

وكذا البيضة فلا يتنجس بها الثوب ولا الماء إذا وقعت فيه، لكن يكره التوضؤ به للإختلاف (رد المحتار-1/564)

والبيضة اذا وقعت من الدجاجة فى الماء أو فى المرقة لا تفسده (حلبى كبير-150)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …