প্রচ্ছদ / সংবাদ / ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী ১লা জুলাই পর্যন্ত সাইটের আপডেট অনিয়মিত থাকবে!

ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী ১লা জুলাই পর্যন্ত সাইটের আপডেট অনিয়মিত থাকবে!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

তালীমুল ইসলাম ইনষ্টিটিউ এন্ড রিসার্চ সেন্টার এবং আহলে হক মিডিয়ার সকল শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা।

আপনাদের ভালবাসা এবং দুআর অসিলায় মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ আমাদের চলার পথের পাথেয়।

ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ থাকায় সাইটের আপডেট অনিয়মিত হতে পারে। আগামী ১লা জুলাই ২০১৭ ঈসাব্দ থেকে ইনশাআল্লাহ আবার আপডেট নিয়মিত হবে।

যাদের প্রশ্ন জমা আছে। ইনশাআল্লাহ সিরিয়াল অনুপাতে সব ক’টিরই জবাব আসবে। প্রায় আড়াই হাজার মেইল জমা আছে। লোকবল কম থাকায় উত্তর দিতে দেরী হয়। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

জিজ্ঞাসার থাকলে তা আমাদের সাইটের “প্রশ্ন করুন” অপশনে গিয়ে প্রশ্নটি করে রাখুন। কিংবা সরাসরি মেইলের মাধ্যমে প্রশ্নটি পাঠান। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তীতে উত্তর প্রকাশ করা হবে।

জরুরী প্রয়োজনে মৌখিকভাবে মাসআলা জিজ্ঞেস করতে ফোন করতে পারেন!

যোগাযোগ নাম্বারঃ

01723785925

মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
[ বাংলাদেশ সময় বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত] অতিব জরুরী মাসআলা হলে যেকোন সময় কল করা যাবে।

মৌখিক প্রশ্নোত্তরে জরুরী জ্ঞাতব্য বিষয়ঃ
১. প্রশ্ন করার পূর্বেই প্রশ্নটি গুছিয়ে ঠিক করে রাখুন।
২. সংক্ষেপে মূল বক্তব্যটি উপস্থাপন করুন।
৩. অযথা ও অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না।
৪. প্রশ্ন করার পূর্বেই নিজের নাম ও ঠিকানা সংক্ষেপে বলে নিন।
৫. উত্তর পেতে তাড়াহুড়া করবেন না। প্রয়োজন হলে দ্বিতীয়বার কল করে উত্তর জেনে নিন।
৬. বাংলাদেশ সময় রাত ১১টার পর থেকে সকাল ১০ টা পর্যন্ত প্রশ্ন করতে কল করবেন না।

 

যারা আমাদের প্রতিষ্ঠানে দ্বীনী খিদমায় অংশ নিতে চান!

যেসব খাতে অনুদান নেয়া হবে

১ বাসা ভাড়া, বিদ্যুৎ বিল খাত।

২ ষ্টাফ বেতন খাত।

৩- কুতুবখানা বাবত।

৪- লিল্লাহ বোর্ডিং খাত।

৫-আহলে হক মিডিয়ার সরঞ্জামাদী ক্রয়।

৬- ১২জন বিশেষ দাতা তথা বাৎসরিক ২৫ হাজার টাকা অনুদান দিয়ে বিশেষ দাতা হওয়া।

শুধুমাত্র গরীব ছাত্রদের জন্য বরাদ্দ খাতে যাকাতের টাকা প্রদান করা যাবে। বাকি খাতে কেবল সাধারণ অনুদান প্রদান করতে হবে।

 

সার্বিক যোগাযোগ ও সহযোগিতা পাঠানোর ঠিকানা

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।

[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]

একাউন্ট এড্রেস

islami bank bangladesh limited 

Branch Rampura, Dhaka

Account Title– LUTFOR RAHMAN FARAZI AKRAM

Account No– 20502260202166316

সংক্ষেপে–21663

Bkas– 01723785925।

মেইল– [email protected]

মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।

0Shares

আরও জানুন

মাহে রমজানে বিশেষ দুআর আবেদন!

السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা! আপনাদের দুআর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *