প্রশ্ন
From: শাহাদাত গাজী
বিষয়ঃ বেতেরের জামাতে ছুটে য়াওয়া রাকাত কি ভাবে আদায় করেব?
আস্সালামু আলাইকুম
সম্মানিত মুফতি সাহেব আমি বিশ রাকাত তারাবি পড়ি দুই’রাকাত জামাতে না পেয়ে জামাত শেষে আলাদা আদায় করি এর পর বেতেরের জামাতে শরিক হই কিন্তু বেতেরের এক রাকাত পাইনাই ইমাম ছালাম ফিরালে আমি দাড়িয়ে যাই দোয়া কুনুত সহ এক রাকাত আদায় করি তাহলে আমার দুই বার দোয়া কুনুত পড়া হলো এতো নামাজ হবে কিনা? আর নিয়োমটা কি হবে? ধন্যবাদ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার উপরোক্ত পদ্ধতির মাঝে প্রথম পদ্ধতিটিই ভুল। আপনার উচিত ছিল বিতরের জামাত দাঁড়াতে দেখে প্রথমে বিতরের জামাতে শরীক হওয়া। বিতর শেষ করে তারপর ছুটে যাওয়া তারাবীহের রাকাতগুলো পড়া।
এ মাসআলাটি না জানার কারণে আপনি দু’বার নামায ছুটে যাবার অবস্থায় পড়েছেন।
আর বিতর নামাযের তৃতীয় রাকাত পেলে তাতে দুআয়ে কুনুত পড়বে। এরপর বাকি দুই রাকাত যখন মিলাবে, তখন আর দুয়ায়ে কুনুত পড়তে হবে না।
কারণ দুয়ায়ে কুনুত পড়ার সময় এটি নয়। দুআয়ে কুনুত পড়ার সময় হল তৃতীয় রাকাত। আর তৃতীয় রাকাত ইমামের সাথে পড়া হয়ে গেছে। সুতরাং এখন আর দুআয়ে কুনুত পড়ার দরকার নেই।
না জানার কারণে পড়ে থাকলে নামায হয়ে গেছে।
فَلَوْ فَاتَهُ بَعْضُهَا وَقَامَ الْإِمَامُ إلَى الْوِتْرِ أَوْتَرَ مَعَهُ ثُمَّ صَلَّى مَا فَاتَهُ (الدر المختار مع رد المحتار، كتاب الصلاة، مبحث صلاة التراويح-2/494)
ولو أدرك الإمام في ركوع الثالثة من الوتر كان مدركا للقنوت” حكما “فلا يأتي به فيما سبق به” كما لو قنت المسبوق معه في الثالثة أجمعوا أنه لا يقنت مرة أخرى فيما يقضيه لأنه غير مشروع (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب فى الوتر واحكامه-385-386
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]