প্রশ্ন
বাংলাদেশের এক প্রসিদ্ধ বক্তা তার এক বয়ানে বলেন:
“ঐ নবীকে পাঠাইছেন। যার ইশারা পাইলে ভাগ্য খুলে। ইশারা বুঝেন? কী এরকম ঠিক না? হ্যা। আমি হাদীস দিতেছি। গুইসাপকে আল্লাহর রাসূল ইশারা করছে।
أيها الضب
গুইসাপ জিবীত হইয়া বলছে: لبيك وسعديك يا زيد وفى يوم القيامة ও দুজাহানের বাদশা। আপনার ইশারা আমার ভাগ্য চিরদিনের জন্য খুইলা দিছে। যার ইশারা পাইলে ভাগ্য খুইলা যায়।
এরকম কোন বর্ণনা কি হাদীসের কিতাবে পাওয়া যায়? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
গুইসাপ সংক্রান্ত একটি বর্ণনা পাওয়া যায়। যেখানে এক ব্যক্তি বলেছিল যে, তার হাতে থাকা গুইসাপ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলে সেও ঈমান আনবে।
তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا ضَبُّ! فَتَكَلَّمَ الضَّبُّ بِكَلَامٍ عَرَبِيٍّ مُبِينٍ، يَفْهَمُهُ الْقَوْمُ جَمِيعًا: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، يَا رَسُولَ رَبِّ الْعَالَمِينَ .
فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَعْبُدْ؟ قَالَ: الَّذِي فِي السَّمَاءِ عَرْشُهُ، وَفِي الْأَرْضِ سُلْطَانُهُ، وَفِي الْبَحْرِ سَبِيلُهُ، وَفِي الْجَنَّةِ رَحْمَتُهُ، وَفِي النَّارِ عَذَابُهُ ، قَالَ: فَمَنْ أَنَا، يَا ضَبُّ؟ قَالَ: أَنْتَ رَسُولُ رَبِّ الْعَالَمِينَ، وَخَاتَمُ النَّبِيِّينَ، قَدْ أَفْلَحَ مَنْ صَدَّقَكَ، وَقَدْ خَابَ مَنْ كَذَّبَكَ. فَقَالَ الْأَعْرَابِيُّ: أَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا
হে গুইসাপ! তখন গুইসাপ পরিস্কার আরবীতে কথা বলে উঠল। যা উপস্থিত সবাই বুঝতে পারছিল। “আমি আপনার সার্বিক সহযোগিতা ও খিদমাতে হাজির হে জগতসমূহের রবের রাসূল!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তুমি কার ইবাদত কর? গুইসাপ বলল: আসমানে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমাত, এবং জাহান্নামে যার আযাব”।
তিনি বললেন: হে গুইসাপ! তাহলে আমি কে? গুইসাপ বলল: আপনি জগতসমূহের প্রতিপালক রবের রাসূল এবং সর্বশেষ নবী। সেই সফল যে আপনাকে সত্যায়ন করে এবং যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে সে ক্ষতিগ্রস্ত।
তখন গ্রাম্য লোকটি বলে উঠলো: আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই, এবং নিশ্চয় আপনি আল্লাহর সত্য রাসূল। [দালায়েলুন নবুওয়্যাহ লিলবায়হাকী-৬/৩৬, দালায়েলুন নবুওয়্যাহ লি আবী নূআইম-২৭৫]
ইমাম যাহাবী রহঃ উক্ত বর্ণনা বিষয়ে মন্তব্য করেন: فإنه خبر باطل এটি সম্পূর্ণ বাতিল বর্ণনা। [মীযানুল ই’তিদাল-৩/৬৫১, রাবী নং-৭৯৬৪]
ইবনে দিহিয়া রহঃ মন্তব্য করেছেন: هذا خبر موضوع এটি বানোয়াট বর্ণনা।
ইবনে হাজার আসকালানী রহঃ এ বর্ণনার রাবী সুলামীকে মুনকারুল হাদীস বলে মন্তব্য করেছেন।
قال ابن دحية في الخصائص: هذا خبر موضوع، وقال الذهبي في الميزان: هذا خبر باطل، وقال الحافظ ابن حجر في اللسان: السلمى روى عنه الإسماعيلي في معجمه وقال: منكر الحديث (كنز العمال فى سنن الأقوال والأفعال-12/358، رقم-35364)
বুঝা গেল যে, এটি একটি বানোয়াট ও মনগড়া বর্ণনা। যার কোন ভিত্তি নেই।
সেইসাথে ভাগ্য খুলে দেয়া সংক্রান্ত কোন কথা উক্ত বানোয়াট বর্ণনায়ও নেই। এটি মাওলানার নিজের বানানো কথা। যা তিনি হাদীস বলে চালিয়ে দিলেন।
এমন বানোয়াট বর্ণনা বিশ্বাস করা যেমন জায়েজ নেই, তেমনি বয়ান করাও জায়েজ নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]