প্রচ্ছদ / আহলে হাদীস / ইমাম আবু হানীফা রহ. হাদীসশাস্ত্রের ইমামদের ইমাম ও শিক্ষাগুরু

ইমাম আবু হানীফা রহ. হাদীসশাস্ত্রের ইমামদের ইমাম ও শিক্ষাগুরু

মাওলানা মুহসিনুদ্দীন খান

এটি একটি বাস্তবোচিত বিষয় যে, যদি কুতুবে সিত্তাহ এবং অন্যান্য প্রসিদ্ধ হাদীস গ্রন্থসমূহ থেকে ইমাম আযম রহ.এর শাগরিদদের সনদের হাদীসসমূহ পৃথক করে ফেলা হয়, তাহলে বাকী অংশ শূন্যের কোঠায় রয়ে যাবে। তাছাড়া পরবর্তীতে যারা হাদীসের কিতাব সংকলন করেছেন হাদীসের জগতে যাঁরা মান্যবর ও উজ্জ্বল নক্ষত্র তাঁদের কেউবা সরাসরি ইমাম আবু হানীফা রহ.এর গৌরবময় শিষ্য, আবার কেউবা কয়েক মধ্যস্থতায়। নি¤েœর সনদগুলোর প্রতি লক্ষ্য করলে বিষয়টি আরো সুস্পষ্ট হবে।

সনদ নং ১ এর চিত্র!

ইমাম আবু হানীফা রহ.

ওয়াকী ইবনুল জাররাহ্ (মৃত্যু ১৯৭হি.)

আহমদ বিন মানী’ (মৃত্যু ২৪৪ হি.)

ইমাম বুখারী (মৃত্যু ২৫৬ হি.)

 

সনদ নং ২ এর চিত্র

ইমাম আবু হানীফা রহ.

ওয়াকী ইবনুল জাররাহ্ (মৃত্যু ১৯৭হি.)

আলী ইবনুল মাদীনী (মৃত্যু ২৩৪ হি.)

ইমাম বুখারী (মৃত্যু ২৫৬হি.)

 

সনদ নং ৩ এর চিত্র –

ইমাম আবু হানীফা রহ.

মক্কী বিন ইবরাহীম (মৃত্যু ২১৫ হি.)

ইমাম বুখারী (২৫৬ হি.) ও ইমাম মুসলিম (মৃত্যু ২৬১ হি.)

 

সনদ নং ৪ এর চিত্র-   

ইমাম আবু হানীফা রহ.

আবু নুআইম ফযল ইবনে দুকাইন (মৃত্যু ২১৯ হি.)

(মুসনাদ সংকলক) ইমাম আহমদ বিন হাম্বল (মৃত্যু ২৪১ হি.)

ইমাম আবু দাউদ (মৃত্যু ২৭৫হি.) ও ইমাম মুসলিম (মৃত্যু ২৬১ হি.)

 

সনদ নং ৫ এর চিত্র-    

ইমাম আবু হানীফা রহ.

আবু নুআইম ফযল ইবনে দুকাইন (মৃত্যু ২১৯ হি.)

হাফেজ যুহ্লী (মৃত্যু ২৫৮ হি.)

ইমাম বুখারী (মৃত্যু ২৫৬ হি.)

ইমাম তিরমীযী (মৃত্যু ২৭৯ হি.)

 

সনদ নং ৬ এর চিত্র- 

ইমাম আবু হানীফা রহ.

আবু নুআইম ফযল ইবনে দুকাইন (মৃত্যু ২১৯ হি.)

হাফেজ (আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইয়াহইয়া) যুহলী (জন্ম: ১৭০ হিজরির পরে- মৃত্যু ২৫৮ হি.)

ইমাম বুখারী (মৃত্যু ২৫৬ হি.)

ইবনে খুযায়মা (মৃত্যু ৩১১ হি.) [সহীহ ইবনে খুযায়মা সংকলক]

আবু আহমদ হাকেম (মৃত্যু ৩৭৮ হি.)

আবু আব্দুল্লাহ হাকেম (মৃত্যু ৪০৫ হি.) ও দারাকুতনী (মৃত্যু ৩৮৫ হি.)

ইমাম বায়হাকী (৩৮৪ হি.-৪৫৮হি.) ও আলী বিন উমর দারাকুতনী (মৃত্যু ৩৮৫হি.)

 

সনদ নং ৭ এর চিত্র –    

ইমাম আবু হানীফা রহ.

ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী (১৩২ হি.-১৮৭ হি.)

ইমাম শাফেয়ী (১৫০ হি.- ২০৪ হি.)

ইমাম আহমদ বিন হাম্বল (মৃত্যু ২৪১ হি.)

 

সনদ নং ৮ এর চিত্র –

ইমাম আবু হানীফা রহ.

মক্কী বিন ইবরাহীম (মৃত্যু ২১৫ হি.)

মুহাম্মদ বিন ইয়াহইয়া আয-যুহলী (১৭০ হিজরির পরে-২৫৮ হি.)

(ইয়াকুব বিন ইসহাক) আবু আওয়ানা (২৩০ হিজরির পরে-৩১৬ হি.) {সহীহ আবু আওয়ানা সংকলক}

সুলায়মান বিন আহমদ তবরানী (মৃত্যু ৩৬০ হি.) ও আবু আহমদ ইবনে আদী (মৃত্যু ৩৬৫ হি.)

 

সনদ নং ৯ এর চিত্র – 

ইমাম আবু হানীফা রহ.

ফজল ইবনে দুকাইন (মৃত্যু ২১৯ হি.)

ইয়াহইয়া বিন মায়ীন (১৫৮ হি.-২৩৩ হি.)

(মুসনাদেআবু ইয়া‘লা সংকলক) আবু ইয়া‘লা মাওসেলী (২১০ হি.-৩০৭ হি.)

 

সনদ নং ১০ এর চিত্র- 

ইমাম আবু হানীফা রহ.

ফজল ইবনে দুকাইন (মৃত্যু ২১৯ হি.)

ইসহাক বিন রাহুয়া, ইয়াহইয়া বিন মায়ীন, ইমাম বুখারী, ইমাম আহমদ, ইমাম দারেমী, হাফেজ যুহলী

ইবনে খুযায়মা [ ইসহাক বিন রাহুয়া এর শাগরিদ।]

 

সনদ নং ১১ এর চিত্র-     

ইমাম আবু হানীফা রহ.

আবু বকর আবদুর রাজ্জাক বিন হাম্মাম আস-ছনআনী (১২৬ হি.২১১ হি.) [মুসান্নাফে আব্দুর রাজ্জাক সংকলক]

আবু বকর আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আবী শায়বা আল-আবছী আলকুফী (১৫৯ হি.-২৩৫ হি.) [মুসান্নাফে ইবনে আবী শায়বা সংকলক]

ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, আবু ইয়ালা

0Shares

আরও জানুন

হানাফী মাযহাব মতে বুযুর্গদের কবর পাকা করার অনুমতি আছে?

প্রশ্ন আল্লাহ ওয়ালা বুযুর্গদের কবর কি পাকা করা হানাফী মাযহাব মতে জায়েজ? দয়া করে জানালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *