প্রচ্ছদ / নফল ইবাদত / সালাতুত তাসবীহ চার রাকাতের নিয়ত করে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী?

সালাতুত তাসবীহ চার রাকাতের নিয়ত করে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী?

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ।

হযরত একটি মাসআলার সমাধান দিয়ে উপকৃত করিবেন।

আমি 4 রাকাত সালাতুল তাসবিহ, নিয়ত করে নামাজে দাড়াই। প্রথম রাকাআত সুন্দর ভাবে আদায় করি।

দ্বিতীয় রাকাতে প্রচন্ড ঘুম চলে আসে, ঘুমের কারণে আমি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওল্লাহু আকবার, এর জায়গায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়িতে থাকি এবং কতবার পরিছি ঘুমের কারণে।

সবই ভুলে যাই এজন্য আমি দ্বিতীয় রাকাতে নামাজ শেষ করে দিই।

এখন  প্রশ্ন হচ্ছে এই যে আমি চার রাকাত নামাজের জায়গায় দুই রাকাত পড়ে শেষ করে দিলাম।

এখন আমার উপর 4 রাকাত সালাতুল তসবি পুনরায় আদায় করা ওয়াজিব কিনা?

পরিশেষে জানতে চাই কোন কোন নফল ইবাদতের নিয়ত করে ছেড়ে দিলে তা আদায় করা ওয়াজিব হয়ে যায় কিনা?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, নফল ইবাদত শুরু করার পর ছেড়ে দিলে সেটি আবার আদায় করা ওয়াজিব হয়ে যায়।

তবে নফলের ক্ষেত্রে মূলত যে দুই রাকাত পড়া শুরু করা হয়েছে, সেই দুই রাকাত ওয়াজিব হয়। পরের দুই রাকাত নয়।

যদি পরের দুই রাকাত শুরু করে দেয়, তাহলে পরের দুই রাকাতও ওয়াজিব হয়ে যায়।

যেহেতু আপনি প্রথম দুই রাকাত পড়েই সালাম ফিরিয়ে ফেলেছেন। তাই আপনার উপর উক্ত সালাতুত তাসবীহ নামায পুনরায় আদায় করা ওয়াজিব নয়।

সালাতুত তাসবীহ নামায দুই রাকাত করেও পড়া যায়। যদিও উত্তম হলো এক সালামে চার রাকাত পড়া।

ولزم نفل شرع فيه قصدا أى لزم المضى فيه حتى أفسده لزم قضائه هى قضاء ركعتين وإن نوى أكثر (رد المحتار، زكريا-2/474)

نوی أن یتطوع أربعا وشرع فهو شارع فی الرکعتین عند أبي حنیفة ومحمد رحمهما الله تعالیٰ، کذا فی القنیة، (الفتاوى الهندية-1/173)

والأصل أن كل شفع صلاة أى فلا يلزمه بتحريمة النفل أكثر من ركعتين وإن نوى أكثر منهما (رد المحتار، زكريا-2/478)

فحيث كانت المتون على ظاهر الرواية من أنه لا يلزمه بالشروع فى السنن إلا ركعتان لم تكن فى حكم صلاة واحدة من كل وجه، ولم يكن فى التسليم على الركعتين إبطالا لها (رد المحتار، زكريا-2/507، كرتاشى-2/54)

وهى أربع بتسليمة أو بتسليمتين (رد المحتار، زكريا-2/471)

وقيل: يصلى فى النهار بتسليمة، وفى الليل بتسليمتين، وقيل: الأولى أن يصلى مرة بتسليمة وأخرى بتسليمتين (بذل المجهود، سهارنبور-2/276، بيروت-5/529)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

প্রথম দশদিন কম ও পরের দশদিন বেশি রক্ত দেখা দিলে কোন সময়টি হায়েজ হিসেবে ধর্তব্য হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম সকালে সামান্য রক্ত দেখা যায় এরপর আর থাকে না, পরের দিন সকালে …