প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / শতবর্ষী বৃদ্ধ যার পাক নাপাকের জ্ঞান নেই এমন ব্যক্তির উপর কি নামায ফরজ থাকে?

শতবর্ষী বৃদ্ধ যার পাক নাপাকের জ্ঞান নেই এমন ব্যক্তির উপর কি নামায ফরজ থাকে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম!

শ্রদ্ধেয় মুফতী সাহেব! আশাকরি প্রশ্নটির দলিল প্রমাণ সহকারে উত্তর দিয়ে উপকৃত করবেন।

প্রশ্ন :

প্রায় ৯৫ হতে ১০০ বছর বয়সী মহিলা। প্রায় ৬-৭ মাস থেকে ভাল-মন্দ, সময়-অসময় পাক-নাপাক বুঝার মতো জ্ঞান হারিয়ে ফেলেছে।

যখন তখন জায়নামাজে বসে রুকু সেজদা করছেন। আবার ওখানেই পেশাব পায়খানা ও করে ফেলছেন।

এই প্রকৃতির মানুষ সম্পর্কে শর্’য়ী সামাধান কি?

রোজা- নামাজের কাফ্’ফারাহ আদায় করতে হবে কি?

রফিকুল ইসলাম, কলম্বিয়া, বাসন, গাজিপুর।

উত্তর

وعليكم السلام  ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি তিনি পাক নাপাক এবং রোযা নামাযের শর্ত শারায়েত ইত্যাদি সম্পর্কে একদমই জ্ঞানহীন হয়ে যান।

তাহলে উক্ত ব্যক্তির উপর নামায রোযা ফরজ থাকে না।

তাই নামায রোযা আদায় না করলেও গোনাহ হবে না।

তবে অন্য কারো মাধ্যমে যদি আদায় করে নেন, তবুও আদায় হয়ে যাবে।

নামাযের রাকাত এবং পবিত্রতা সম্পর্কে বুঝেন, কিন্তু কিন্তু নামাযের সব বিধানাবলী ও শর্তাবলী মনে থাকে না এমন বয়স্ক বা রোগী হলে, তিনি যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই নামায আদায় করে নিবেন।

পরবর্তীতে সুস্থ্য হলেও উক্ত নামায আর আদায় করতে হবে না।

ولو اشتبه على مريض أعداد الركعات والسجدات لنعاس يلحقه لا يلزمه الأداء، ولو أداها بتلقين غيره ينبغى أن يجزيه (الدر المختار مع رد المحتار، زكريا-2/571، بيروت-2/498)

كالاستقبال وستر العورة والطهارة من  الخبث، بخلاف الوقت، وكذا الطهارة من الحدث…. لأن العجز عن تحصيل الشرائط ليس فوق العجز عن تحصيل الأركان، فلو لم يقدر المريض على التحول إلى القبلة بنفسه ولا بغيره صلى كذلك، ولا إعادة عليه بعد البرء فى ظاهر الجاوب، كما لو عجز عن الأركان (رد المحتار، زكريا-2/571، بيروت-2/498)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

প্রথম দশদিন কম ও পরের দশদিন বেশি রক্ত দেখা দিলে কোন সময়টি হায়েজ হিসেবে ধর্তব্য হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম সকালে সামান্য রক্ত দেখা যায় এরপর আর থাকে না, পরের দিন সকালে …