প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / বাহাস/বিতর্ক করা কি শরীয়তসম্মত?

বাহাস/বিতর্ক করা কি শরীয়তসম্মত?

প্রশ্ন

ইসলামের দৃষ্টিতে তর্ক/বিতর্ক করা কতটা সঠিক?

যদি কুরআন হাদীসের আলোকে ব্যাখ্যা করেন অনেক উপকৃত হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

ইসলাম ও হককে মানুষের সামনে প্রতিষ্ঠিত করার জন্য উত্তম পন্থায় বিতর্ক বা মুনাজারা করা শরীয়তসম্মত। যা কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত।

তবে অনর্থক বিতর্ক করা, কিংবা দ্বীনের জন্য নয়, বরং নিজের প্রসিদ্ধি লাভের আশায়, কোন মুসলমানকে অপমান করার জন্য, তথা খারাপ নিয়তে মুনাজারা/বিতর্ক করা হারাম।

أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴿البقرة: ٢٥٨

ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴿النحل: ١٢٥

وهو رد على من يابى المناظرة فى الدين (مدارك التنزيل للنسفى-1/207، تحت رقم الآية النحل-125)

المجادلة هى المنازعة لا لاظهار الصواب، بل لالزام الخصم، كما فى الرشيدية، لكن المراد ههنا الناظرة والجدل الأحسن، أن  يكون دليلا مركبا من مقدمات مسلمة فى المشهور عند الجمهور ومقدمات مسلمة عند ذلك القائل هكذا فى الكبير (حاشية جلالين-228)

الْمُنَاظَرَةُ فِي الْعِلْمِ لِنُصْرَةِ الْحَقِّ عِبَادَةٌ وَلِأَحَدِ ثَلَاثَةٍ حَرَامٌ لِقَهْرِ مُسْلِمٍ وَإِظْهَارِ عِلْمٍ وَنَيْلِ دُنْيَا أَوْ مَالٍ أَوْ قَبُولٍ (الدر المختار مع رد المحتار، كتاب الحظر والإباحة، باب الاستبراء وغيره، زكريا-9/406، كرتاشى-6/421)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

নানীর আপন মামাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কি?

প্রশ্ন আমার নানির আপন মামাতো বোনের মেয়ে , আমার সম্পর্কে খালা হয় , আমি কি …