প্রচ্ছদ / আহলে হাদীস / কথিত আহলে হাদীস লিডার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেভাবে পালালেন!

কথিত আহলে হাদীস লিডার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেভাবে পালালেন!

 

 ভিডিওটি ডাউনলোড করতে ক্লিক করুন

৬ই জুলাই ২০১৪ ইং। ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও অফিসে মোহনা টিভির জন্য মাযহাব বিষয়ে একটি টকশো অনুষ্ঠান ধারণ করার কথা ছিল।
অনুষ্ঠান স্থলে আহলে হাদীস নামধারীদের লিডার শায়েখ আব্দুর রাজ্জাক বিন উইসুফ এসে, উলামায়ে দেওবন্দের এক প্রতিনিধিকে দেখে টিভি টক করবেন, কিন্তু টকশো করবেন না, বলে পালালেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
পরিচালকসহ সেটের সবাই বুঝালেও তিনি অনড় থাকেন টিভি টক নিয়ে। অবশেষে পালিয়েই গেলেন অনুষ্ঠানে যোগ না দিয়ে।

টিভি টক করবেন, টিভি টক করবেন, কিন্তু টকশো করবেন না বলে বকেই যাচ্ছেন শায়েখ আব্দুর রাজ্জাক সাহেব। ৭ মিনিট ২৭ সেকেন্ট পর্যন্ত দেখুন সে কান্ড।

আব্দুর রাজ্জাক সাহেব টকশোতে অংশগ্রহণ করবেন না বলে সেদিন চলে এসেছিলেন। টকশোতে আহলে হাদীসী ভ্রান্ত মাযহাব জাতির সামনে চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে, ফাঁস হয়ে যেতে পারে মিথ্যাচার এই ভয়ে তিনি অনুষ্ঠানস্থলে এসেও টকশোতে অংশগ্রহণ না করেই চলে যান।

তাকে চলে আসতে দেখে সেখানে উপস্থিত উলামায়ে দেওবন্দের প্রতিনিধি মুফতী লুৎফুর রহমান সাহেব তার সাথে কিছু কথার সূচনা করেন। যার ভিডিও আব্দুর রাজ্জাক সাহেবের সামনেই হয়েছিল। মোবাইল দিয়ে ধারণকৃত উক্ত ভিডিওটি এখানে আপলোড করা হল। কথোপথনটি দেখুন ভিডিওটির ৭ মিনিট ২৮ সেকেন্ড থেকে।

এক প্রশ্নের ভিন্ন জবাব, প্রশ্ন এড়িয়ে ভিন্ন বিষয়ের অবতারণাসহ অসংলগ্ন বক্তব্য দিয়ে পাড় পেতে চেয়েছেন আব্দুর রাজ্জাক সাহেব। যা নিজের চোখেই অবলোকন করুন। আল্লাহ তাআলা আমাদের এসব শায়েখদের ফিতনা থেকে সরলপ্রাণ মুসলিম জাতিকে হিফাযত করুন।
কথোপথন এবং পরবর্তীতে আহলে হাদীস শায়েখ আব্দুর রাজ্জাক সাহেবের মিথ্যাচার লিখিত আকারে পড়তে দেখুন-

যেভাবে পালিয়েছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ-১

যেভাবে পালিয়েছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ-২

যেভাবে পালিয়েছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ-৩

যেভাবে পালিয়েছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ-৪

শায়েখ আব্দুর রাজ্জাক সাহেবের ছেলের মাধ্যমে ছড়ানো অসত্য বক্তব্যের জবাব 

শায়েখ আব্দুর রাজ্জাক সাহেবের অসত্য বক্তব্যের জবাব ও প্রকাশ্য আলোচনার আহবান! 

0Shares

আরও জানুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া ব্যক্তিরা কি শহীদ?

প্রশ্ন আসসালামুয়ালাইকুম, আমার নাম তারিক বিন আজিজ। আমি নীলফামারী থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে বৈষম্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *