প্রচ্ছদ / প্রশ্নোত্তর / মৃত নাবালেগ সন্তানের সম্পদ থেকে পিতা মাতা কতটুকু অংশ পাবে?

মৃত নাবালেগ সন্তানের সম্পদ থেকে পিতা মাতা কতটুকু অংশ পাবে?

প্রশ্ন

মোঃ কামাল হোসেন জুরাইন, ঢাকা   প্রশ্নের বিষয়ঃ ফারায়েজ   আসসালামু আলাইকুম, আমার কন্যা সন্তান ০৪ (চার) মাস বয়সে কিছু দিন পূর্বে মারা যায়। জন্মের পর সে বিভিন্ন আত্মীয়দের নিকট থেকে উপহার পেয়েছিল যার মধ্যে নগদ টাকা, স্বর্ণ ও রূপা রয়েছে। সব মিলে প্রায় ০১ (এক) লক্ষ টাকার পরিমান হবে। আমার প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এ সম্পদের মালিক কে হবে? উল্লেখ্য আমার স্ত্রী ও ০১ জন ছেলে (০৫ বছর) আছে।   সমাধানটি হাওয়ালা সহ দিলে ভাল হয়।   ধন্যবাদ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

  উক্ত সম্পদের তিন ভাগের এক ভাগ মা পাবে। বাকিটা পিতা মালিক হবে। অর্থাৎ এক লাখ টাকা হলে এর মাঝে ৩৩,৩৩৩.৩৩ টাকা পাবে মা। আর বাকিটা বাবা পাবে।  

والتعصيب المحض، وذلك عند عدم الولد وولد الابن وإن سفل (السراجى فى الميراث-15)

وثلث الكل عند عدم هؤلاء المذكورين (السراجى فى الميراث-29)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান একদম আল্লাহর পাশে? এমন বক্তব্য দেয়া কতটুকু বিশুদ্ধ?

প্রশ্ন শ্রদ্ধেয় মুফতী সাহেব। বাংলাদেশের এক প্রসিদ্ধ বক্তা তার এক বয়ানে বলেন: “আলেমরা যেটা বলে …