প্রশ্ন
গরুর পুং লিঙ্গ চায়নায় রপ্তানি হয় আমাদের দেশ থেকে। এরা সেটা খায় সম্ভবত খায়। এই ব্যবসা অনেক মুসলমান করে,তা হালাল না হারাম জানতে চাই।উত্তর
بسم الله الرحمن الرحيم
মুসলমানদের জন্য এ অঙ্গ খাওয়া নাজায়েজ হলেও যদি এর দ্বারা কোন প্রকারের উপকার অর্জন সম্ভব হয়, যেমন কোন রোগ বা ব্যাধির জন্য ঔষধ হিসেবে ব্যবহার ইত্যাদি, তাহলে গরুর পুং লিঙ্গ অমুসলিমদের কাছে বিক্রি করে উপাজর্ন করা জায়েজ আছে।والصحيح أنه يجوز بيع كل شيء ينتفع به (الفتاوى الهندية-3/114، جديد-3/115)
ان جواز البيع يدور مع حل الانتفاع (الفتاوى التاتارخانية-8/340، المحيط البرهانى-9/332، رقم-11993)
والحاصل أن جواز البيع يدور مع حل الانتفاع (رد المحتار، زكريا-7/260، كرتاشى-5/69، الموسوع الفقهية الكويتة-9/155، 17/281، مجمع الأنهر، مصرى قديم-2/108، دار الكتب العلمية بيورت-3/151)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]