প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / ‘আজ থেকে ঝামেলা থেকে মুক্তি’ বলার দ্বারা কি স্ত্রীর উপর তালাক পতিত হয়?

‘আজ থেকে ঝামেলা থেকে মুক্তি’ বলার দ্বারা কি স্ত্রীর উপর তালাক পতিত হয়?

প্রশ্ন

আমি ঢাকায় থাকি। আমার বউ গ্রামে থাকেন। কিছু দিন পর পর বাড়ি যাই।

আমার বউ রাতে তাড়াতাড়ি ঘুমায়।

যার জন্য আমি অভিমান করে একবার বাড়ি থেকে আসার সময় বলছিলাম যে আজ থেকে আল্লাহ্ ঝামেলা থেকে মুক্তি,,,,। এই পর্যন্ত বলে থেমে যাই।

এই কথার দ্বারা কি তালাক হবে???

বি.দ্র: কখনোই তালাকের কথা কল্পনাও করিনা।

দয়া করে তাড়াতাড়ি উত্তর দিলে চির কৃতজ্ঞ থাকব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, এর দ্বারা কোন তালাক পতিত হবে না।  

ولكن لابد أن يقصدها باللفظ الأشباه والنظائر، زكريا جديد-1/91، قديم-45)

لا يقع من غير إضافة إليها (رد المحتار، زكريا-4/493، كرتاشى-3/273)

وركنه (اى الطلاق) لفظ مخصوص، هو ما جعل دلالة على معنى الطلاق من صريح، أو كناية (رد المحتار، زكريا-4/431، كرتاشى-3/230)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

সালামের মাঝে ‘ওয়ামাগফিরাতুহু ওয়ানাজাতুহু’ বৃদ্ধি করার হুকুম কী?

প্রশ্ন আসসালামু আলাইকুম হুজুর! আমার এক বন্ধু সালামে “আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ মাগফিরাতু নাজাতু” বলে। …