প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / গরীব ব্যক্তি কুরবানীর পশু ক্রয় করার পর অংশীদার নিতে পারবে?

গরীব ব্যক্তি কুরবানীর পশু ক্রয় করার পর অংশীদার নিতে পারবে?

প্রশ্ন

আমার উপর কুরবানী ওয়াজিব ছিল না। তবু আমি একটি গরু ক্রয় করেছি কুরবানী করার নিয়তে। এখন ক্রয় করার পর কি তাতে অন্য কাউকে শরীক করতে পারবো? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। কাউকে শরীক করতে পারবেন না। কারণ, কুরবানী ওয়াজিব না থাকা অবস্থায় পশু ক্রয় করার দ্বারা উক্ত পশুটি কুরবানী দেয়া আপনার উপর আবশ্যক হয়ে গেছে। তাই এতে আর কাউকে শরীক করা জায়েজ নয়।

وأما الذى يجب على الفقير دون الغنى فالمشترى للأضحية إذا كان المشترى فقيرا بأن اشترى فقير شاة ينوى أن يضحى بها (بدائع الصنائع-4\192، هندية-5\291، جديد-5\336)

وان كان فقيرا معسرا فقد أوجب بالشراء فلا يجوز أن يشرك فيها، وكذا لو أشرك فيها ستة بعد ما أوجبها لنفسه لم يسعه لأنه أوجبها كلها لله تعالى، وإن أشرك جاز ويضمن ستة أسباعها (الفتاوى الهندية-5\304، جديد-5\351)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *