প্রশ্ন
আহমেদ রেজা খাঁন ব্যরেলী শরিয়ত বিরোধী ফতুয়া কি-কি দিয়েছে?
প্রশ্নকর্তা- মোহাম্মদ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
আমরা বারবার পাঠকদের কাছে একটি অনুরোধ করছি যে, প্রশ্ন করার আগে আপনার কাংখিত বিষয়টি সাইটে আগেই প্রকাশিত হয়েছে কি না? তা সাইটের “অনুসন্ধান” এ বাক্য বা শব্দ সার্চ করে খুঁজে নিন।কিঁংবা “সূচিপত্র” ক্যাটাগরি থেকে আপনার কাংখিত বিষয়টির সমাধান দেখে নিন। যদি ইতোপূর্বে কাংখিত বিষয়টির সমাধান প্রকাশিত না থাকে, তাহলেই কেবল প্রশ্ন করুন।
তাহলে আপনার সময় যেমন বেঁচে যায়, আমাদেরও অহেতুক সময় নষ্ট হয় না।
আহমাদ রেজা খান বেরেলবী সম্পর্কে আমাদের সাইটে বেশ কিছু লেখা অনেক আগেই প্রকাশিত হয়েছে। যেমন-
১
আহমদ রেজা খাঁ বেরেলবীর পরিচয় ও আকিদা বিশ্বাস
এছাড়া শিরক বিদআত ক্যাটাগরিত আরো তথ্য পাবেন। জাযাকুমুল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– [email protected]