প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরী? নূর না মাটির?

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরী? নূর না মাটির?

প্রশ্ন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরী? দয়া করে বিস্তারিত জানানোর অনুরোধ রইল।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আমাদের এখানে প্রশ্ন করার আগে দয়া করে সাইটের “অনুসন্ধান” এর মাঝে কাংখিত শব্দটি লিখে সার্চ করে দেখে নিন, আপনার কাংখিত প্র্রশ্নের জবাবটি আগেই প্রকাশিত হয়েছে কি না? তাহলে অনেক সময় আগেই প্রকাশিত বিষয়ের প্রশ্ন করার কষ্ট থেকে রক্ষা পেতে পারেন।

আপনার কাংখিত উক্ত বিষয়ে আমাদের সাইটে অনেক আগেই একাধিক লেখা প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত উত্তর জানতে হলে পড়ুন-

নূরের আলোয় সুঁই পাওয়া হাদীসের তাহকীক এবং নূর দাবিদারদের অসাড় বক্তব্য

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরী?

রাসূল সাঃ কি আল্লাহর নূরের তৈরী?

রাসূল সাঃ এর নূর ও প্রথম সৃষ্টি বিষয়ক হাদীসের তাহকীক

সূরা মায়িদার ১৫ নং আয়াত দ্বারা কি নবীজী নূরের তৈরী প্রমাণ হয়?

নূর  বিষয়ে আশরাফ আলী থানবী রহঃ এর উপর মিথ্যা অপবাদের জবাব

উপরোক্ত লেখাগুলো পড়লেই আশা করি বিষয়টি পরিস্কার হয়ে যাবে। জাযাকাল্লাহ।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

জুলুমকারীর উপর লা’নত বর্ষণ করা যাবে কি?

প্রশ্ন লানত শব্দের বাংলা অর্থ জানতে চাই। লানত বলতে কি বুঝায় জানতে চাই। কেউ যদি …