প্রশ্ন
আসসালামু আলাইকুম!
ভাইয়া কেমন আছেন। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে, আহলে হক মিডিয়া বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ।
ভাইয়া আমি সতর এর বাপারে দারুল ইফতা ওয়েবসাইট এ একবার প্রশ্ন উত্তর খুঁজছিলাম। সেখানে দেখলাম মহিলাদের স্তন কে মাহরাম পুরুষদের সামনে সতর হিসাবে উল্লেখ করা হয়নি। তবে বলেছে যে এটা হায়ার অন্তর্ভুক্ত। ফাতওয়া আল হিন্দিয়া এবং আদ দুরুল মুখতার কিতাবে এ বিষয়ে একজন আলেম কে দেখতে বলেছিলাম। তিনি আমাকে বলেছেন যে -হা! স্তন মাহরামদের সামনে সতর নয়।
ভাইয়া আমি আসলে জানার জন্য প্রশ্ন করছি যে – এই ফাতওয়ার পেছনে আসলে কি হিকমাহ ছিল? অথবা এটা কি তৎকালীন উরফ অনুযায়ী প্রচলিত ছিল?
মেহেরবানী করে জানালে উপকৃত হব।
জাযাকাল্লাহ খাইর।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহিলাদের জন্য মাহরামের সামনে সতর হল, সতর হল, মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা, গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর সতর।
কিতাবের মাঝে সিনার কথা এসেছে। এর মানে হল, স্তনের উপরের ও গলার নিচের মাঝামাঝি অংশটাকে বুঝানো হয়েছে। স্তনও মাহরাম পুরুষের জন্য সতরের অন্তর্ভূক্ত।
(وَمِنْ مَحْرَمِهِ) هِيَ مَنْ لَا يَحِلُّ لَهُ نِكَاحُهَا أَبَدًا بِنَسَبٍ أَوْ سَبَبٍ وَلَوْ بِزِنًا (إلَى الرَّأْسِ وَالْوَجْهِ وَالصَّدْرِ وَالسَّاقِ وَالْعَضُدِ إنْ أَمِنَ شَهْوَتَهُ) (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى النظر والمس-9/527-528)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– [email protected]