প্রশ্ন:
জুলফিকুর রাহমান আলম
সিলেট
(একটা ঘটনার সত্যতা জানতে)
“নুহ আঃ যখন নৌকা বানালেন তখন উনার বৃদ্ধা এক মহিলা অনুসারি উনাকেবলেছিলেন যে, হে নুহ আপনি যখন এই নৌকায় সফর শুরু করবেন তখন আমাকেওদ মনেকরে এই নৌকায় তুলবেন”কিন্তু আল্লাহর পাঠানো সেই আযাব যখন আসল তখন নুহ আঃ উনার সব অনুসারিকেইনৌকায় তুললেন কিন্তু সেই বৃদ্ধা মহিলাকে নৌকা তুলতে ভুলে গেলেন ।নুহ আঃ নৌকার সফর শুরু করে দিলেন আর সেই বৃদ্ধা উনার ঘরেই থেকে গেলেন । শেষ পর্যন্ত যখন নুহ আঃ নৌকার সফর শেষ করলেন তখন সেই বৃদ্ধা মহিলার সাথে দেখা করলেন । বৃদ্ধা মহিলা উনাকে পেয়ে জানতে চাইলেন যে, আল্লাহর আযাব কখন আসবে আর আমারা কখন নৌকায় সফর করব ? তখন নুহ আঃ বললেন আল্লাহর আযাবতো এসে সবকিছু ধংস করে নিয়ে গেছে যারা নৌকায় আরোহন করেছিল শুধু তারাই রক্ষা পেয়েছে তুমিতো নৌকায় উঠনি তুমি কিভাবে রক্ষা পেলে ?”
সম্মানিত মুফতি সাহেব এই ঘটনা বলে এটাই বুঝান হয় যে, সেই বৃদ্ধা মহিলা আল্লাহর উপর ইমান আনার কারণে নৌকায় না চড়লেও আল্লাহ উনাকে কুদরতিভাবে আযাব থেকে বাচিয়েছেন ।
এখন বকলমের জানতে ইচ্ছা করে যে, এই ঘটনা কি সত্য, সত্য হলে আসল বর্ননা কি ? আর বানোয়াট হলে কি কি যুক্তিতে বানোয়াট ?
উত্তর
بسم الله الرحمن الرحيم
উক্ত ঘটনাটি বিশুদ্ধ কোন হাদীসের কিতাবে আসেনি। উক্ত ঘটনার কোন বিশুদ্ধ সূত্রও পাওয়া যায় না। এটি লোক মুখে শোনা একটি কাহিনী মাত্র। যারা উপরোক্ত ঘটনা বর্ণনা করেন, তাদের কাছে এ ঘটনা কোথায় পেলেন? সূত্র কি? তা জেনে নিন।
আমাদের জানা মতে উক্ত ঘটনার কোন বিশুদ্ধ প্রমাণ বিদ্যমান নেই। তাই এ বানোয়াট ঘটনা বর্ণনা করা কিছুতেই বৈধ হবে না।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– [email protected]