প্রশ্ন
আসরের চার রাকাত সুন্নত নামাযে কি দুই রাকাতে আত্তাহিয়্যাতু পড়ে দরূদ পড়তে হবে কি? কেউ কেউ বলছেন পড়া লাগবে, কেউ বলছে লাগবে না। কোনটা সঠিক? জানালে ভাল হতো।
প্রশ্নকর্তা- মুহাম্মদ আতাউর রহমান।
উত্তর
بسم الله الرحمن الرحيم
আসরের আগের চার রাকাত সুন্নতে মুআক্কাদাসহ সকল সুন্নাতে গায়রে মুআক্কাদা তথা নফল নামায চার রাকাত করে নিয়ত করলে তা আদায়ের দুটি পদ্ধতি। যথা-
১
দ্বিতীয় রাকাতের বৈঠকের সময় আত্তাহিয়্যাতু পড়ার পর দরূদ শরীফ ও দুআয়ে মাসূরাও পড়বে, তারপর তৃতীয় রাকাতের জন্য দাড়িয়ে সানা, আউজুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে প্রথম দুই রাকাতের মতই শেষ দুই রাকাত পড়বে।
২
জোহর, আসর ও ইশার নামাযে যেভাবে মাঝখানের বৈঠকে আত্তাহিয়্যাতুর পর কিছুই পড়া হয় না, বরং দাড়িয়ে যেতে হয়, এবং দাড়িয়ে সানা পড়া হয় না, তেমনি চার রাকাত বিশিষ্ট নফল নামাযও আদায় করবে।
এ দুই সূরতের মাঝে চার রাকাত বিশিষ্ট নফল নামাযের ক্ষেত্রে যেমন আসরের ফরজের পূর্বের চার রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা আদায়কালে প্রথম পদ্ধতিটি অবলম্বন করাই উত্তম। তথা মাঝখানের বৈঠকে তাশাহুদের পর দরূদ পড়া এবং তৃতীয় রাকাতে দাড়িয়ে সানা পড়া।
(وَلَا يُصَلَّى عَلَى النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – فِي الْقَعْدَةِ الْأُولَى فِي الْأَرْبَعِ قَبْلَ الظُّهْرِ وَالْجُمُعَةِ وَبَعْدَهَا) وَلَوْ صَلَّى نَاسِيًا فَعَلَيْهِ السَّهْوُ، وَقِيلَ لَا شُمُنِّيٌّ (وَلَا يَسْتَفْتِحُ إذَا قَامَ إلَى الثَّالِثَةِ مِنْهَا) لِأَنَّهَا لِتَأَكُّدِهَا أَشْبَهَتْ الْفَرِيضَةَ (وَفِي الْبَوَاقِي مِنْ ذَوَاتِ الْأَرْبَعِ يُصَلِّي عَلَى النَّبِيِّ) – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – (وَيَسْتَفْتِحُ) وَيَتَعَوَّذُ وَلَوْ نَذْرًا لِأَنَّ كُلَّ شَفْعٍ صَلَاةٌ (وَقِيلَ) لَا يَأْتِي فِي الْكُلِّ وَصَحَّحَهُ فِي الْقُنْيَةِ.(رد المحتار، كتاب الصلاة، باب الوتر والنوافل-2/456-457، زكريا، الفتاوى الهندية، كتاب الصلاة، الباب التاسع فى النوافل-1/113)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।