প্রচ্ছদ / আহলে হাদীস / জিকরে খফী সম্পর্কিত ফাজায়েলে আমলে বর্ণিত হাদীসটি সূত্রহীন বর্ণনা?

জিকরে খফী সম্পর্কিত ফাজায়েলে আমলে বর্ণিত হাদীসটি সূত্রহীন বর্ণনা?

প্রশ্ন

ফাজায়েলে আমালে শায়খ যাকারিয়া (রহ) যিকর এ খফীর ফযিলত সম্পর্কে আম্মাজান আয়েশা (রাযি) এর সুত্রে একটি হাদিস উল্লেখ করেছেন যাতে বলা হয়েছে, যিকরে খফী যা ফেরেশতারাও শুনতে পায় না, তা ৭০ গুণ বৃদ্ধি হয়ে যায়। এক ‘আহলে হাদিস’ (?) তার বইয়ে লিখেছে যে, এটা নাকি সনদ বিহীন হাদিস। এর দ্বারা নাকি শায়খ যাকারিয়া (রহ) ফেরেশতাদের প্রতি অজ্ঞতার অপবাদ দিয়েছেন এবং এটি তাঁর ভ্রান্ত আক্বিদা। কিন্তু আমি শুনেছি, ইমাম বায়হাকী হাদিসটি উদ্ধৃত করেছেন। বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

আসসালামু আলাইকুম।

জবাব:

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ফাযায়েলে আমালে শায়েখ জাকারিয়া রহঃ এ হাদীসটি উদ্ধৃতি করার সময় রেফারেন্স দিয়েছেন মুসনাদে আবী ইয়ালা হাদীস গ্রন্থে। এ হাদীসটি মুসনাদে আবী ইয়ালাতে পূর্ণ সনদসহই বর্ণিত আছে। মুসনাদে আবী ইয়ালায় বর্ণিত পূর্ণ সনদসহ আরবী পাঠ হল-

4738 – حدثنا أبو هشام الرفاعي حدثنا اسحاق حدثنا معاوية عن الزهري عن عروة : عن عائشة قالت : كان رسول الله يفضل الصلاة التي يسناك لها على الصلاة التي لا يستاك سبعين ضعفا

 وكان رسول الله يفضل الذكر الخفي الذي لا يسمعه [ الحفظة ] سبعين ضعفا فيقول : إذا كان يوم القيامة وجمع الله لحسابهم وجاءت الحفظة بما حفظوا وكتبوا قال الله لهم : انظروا هل بقي له من شئ ؟ فيقولون : ربنا ما تركنا شيئا مما علمناه وحفظناه إلا وقد أحصيناه وكتبناه فيقول الله تبارك وتعالى له : إن لك عندي خبئا لا تعلمه أنا أجزيك به وهو الذكر الخفي

হাদীসটির সনদ হল-আবু ইয়ালা রহঃ এর কাছে বর্ণনা করেছেন আবু হিশাম রেফায়ী রহঃ, তার কাছে ইসহাক রহঃ, তার কাছে মুয়াবিয়া রহঃ, তার কাছে জুহরী রহঃ, তার কাছে ওরওয়া রহঃ, তিনি বর্ণনা করেছেন হযরত আয়শা রাঃ থেকে।

মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৪৭৩৮

 

এই হল এ হাদীসের পূর্ণ সনদ। যা মুসনাদে আবী ইয়ালাতে রয়েছে। যে কিতাবের রেফারেন্সে শায়েখ জাকারিয়া রহঃ ফাযায়েলে আমালে হাদীসটি এনেছেন।

 

সুতরাং এ হাদীসটির কোন সনদ নেই বলাটা হাদীস ও হাদীস শাস্ত্র সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক ছাড়া অন্য কিছু নয়।

 

এ হাদীসটি আরো বর্ণিত

 

মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০২৮০

শুয়াবুল ঈমান, হাদীস নং-৫৫২

জামেউল আহাদীস, হাদীস নং-২৬৮৯৯

কানযুল উম্মাল ফি সুনানি আকওয়াল ওয়াল আফআল, হাদীস নং-১৯২৯

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. thanks

Leave a Reply to abdullah bhuiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *