প্রচ্ছদ / দুআ-দরূদ ও অজীফা / বয়ানের সময় নবীজী সাঃ এর নাম শুনে দরূদ পড়া চলন্ত প্লেনে নামাযের সময় নির্ণয় এবং আরবী তারীখের সূচনালগ্ন বিষয়ক প্রশ্নের জবাব

বয়ানের সময় নবীজী সাঃ এর নাম শুনে দরূদ পড়া চলন্ত প্লেনে নামাযের সময় নির্ণয় এবং আরবী তারীখের সূচনালগ্ন বিষয়ক প্রশ্নের জবাব

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

শ্রদ্ধেয় মুফতী সাহেব,

নিমোক্ত প্রশ্নগুলোর উত্তর করলে উপকৃত হব-

১। জুমার দিন মসজিদের মাইকে বয়ান করার সময় নবীর (সঃ) এর নাম নিলে কি দুরূদ পড়তে হবে? কেউ যদি কোন কারণে পড়তে ভুলে যায় তবে কি গুনাহ হবে?

২। চলন্ত প্লেনে নামাজের ওয়াক্ত কিভাবে নির্ণয় করে  নামাজ আদায় করতে হবে?

৩। ইংরেজি তারিখ হিসেবে রাত ১২ টার পর পরের দিন গননা শুরু হয়। সে হিসেবে মোবাইল এ রাত ১২ টার পর পরের দিনের তারিখ দেখা যায়। চন্দ্র মাসের হিসেব কি আসরের সময় থেকে পরের দিন ধরা হয়?

নুসরাত সারওয়ার

ঢাকা,বাংলাদেশ

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

১ নং এর জবাব

রাসূল সাঃ এর নামে জীবনে একবার দরূদ পড়া ফরজ। কোন মজলিসে শুনার পর দরূদ পড়া ওয়াজিব। এক মজলিসে বারবার নাম আসলে বারবার পড়া মুস্তাহাব। তবে বারবার নাম উচ্চারিত হলে বারবারই পড়া উচিত। ভুলে না পড়লে গোনাহ হবে না। তবে পরে মনে হলে পড়ে নেয়া উচিত।

وَهِيَ فَرْضٌ) عَمَلًا بِالْأَمْرِ فِي شَعْبَانَ ثَانِي الْهِجْرَةِ (مَرَّةً وَاحِدَةً) اتِّفَاقًا (فِي الْعُمْرِ) فَلَوْ بَلَغَ فِي صَلَاتِهِ نَابَتْ عَنْ الْفَرْضِ نَهْرٌ بَحْثًا.

وَفِي الْمُجْتَبَى: لَا يَجِبُ عَلَى النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنْ يُصَلِّيَ عَلَى نَفْسِهِ (وَاخْتَلَفَ) الطَّحَاوِيُّ وَالْكَرْخِيُّ (فِي وُجُوبِهَا) عَلَى السَّامِعِ وَالذَّاكِرِ (كُلَّمَا ذُكِرَ) – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – (وَالْمُخْتَارُ) عِنْدَ الطَّحَاوِيِّ (تَكْرَارُهُ) أَيْ الْوُجُوبُ (كُلَّمَا ذُكِرَ) وَلَوْ اتَّحَدَ الْمَجْلِسُ فِي الْأَصَحِّ لَا لِأَنَّ الْأَمْرَ يَقْتَضِي التَّكْرَارَ، بَلْ لِأَنَّهُ تَعَلَّقَ وُجُوبُهَا بِسَبَبٍ مُتَكَرِّرٍ وَهُوَ الذِّكْرُ، فَيَتَكَرَّرُ بِتَكَرُّرِهِ وَتَصِيرُ دَيْنًا بِالتَّرْكِ، فَتُقْضَى لِأَنَّهَا حَقُّ عَبْدٍ كَالتَّشْمِيتِ بِخِلَافِ ذِكْرِهِ تَعَالَى (وَالْمَذْهَبُ اسْتِحْبَابُهُ) أَيْ التَّكْرَارُ وَعَلَيْهِ الْفَتْوَى؛ (رد المحتار، كتاب الصلاة، باب صفة الصلاة، مطلب فى الكلام على التشبيه فى كما صليت على ابراهيم-2/235

২ নং এর জবাব

প্লেন যে দেশের উপর দিয়ে যাচ্ছে, সেদেশের সময় জেনে সময় নির্ধারণ করে নামায পড়ে নিবে।

২ নং এর জবাব

চন্দ্রমাসের দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *