প্রচ্ছদ / আজান ও ইকামত / সূর্যাস্তের সময় মাগরিবের আজান দিলে ও ইফতার করলে হবে কি?

সূর্যাস্তের সময় মাগরিবের আজান দিলে ও ইফতার করলে হবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম হযরত, আশা করি ভালো আছেন। আমি চাঁদপুর থেকে বলছি।

সূর্যাস্তের সময় আজান দিলে কি আজান হয়ে যাবে। যেমন এখন ৬.০১ এ সূর্যাস্ত হয় তো ওই সময়ই আজান দিলে কি আজান হয়ে যাবে? আর ইফতার করা যাবে? নাকি কিছু সময় অপেক্ষা করে জানান দিতে হবে। জানালে উপকৃত হবো।

উত্তর

وعليكم السلام  ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সূর্যাস্তের সময় মাগরিবের সময় শুরু হয় না। বরং সূর্য অস্তমিত হবার পর মাগরিবের নামাযের সময় শুরু হয়।

তাই সূর্যাস্তের সময় যেমন মাগরিবের আজান দিলে হবে না, তেমনি ইফতার করলে রোযা ভঙ্গ হয়ে যাবে। তাই সূর্যাস্ত হয়ে গেলে আজান দেয়া ও ইফতার করতে হবে।

عن ابى هريرة رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن للصلاة أولا وآخرا………. وإن أول وقت المغرب حين تغرب الشمس (سنن الترمذى، النسخة الهندية-1/39، دار السلام، رقم-151)

ووقت صلاة المغرب إذا غابت الشمس ما لم يسقط الشفق (صحيح مسلم، النسخة الهندية-1/223، بيت الأفكار، رقم-612)

وأول وقت المغرب إذا غربت الشمس (هداية-1/81)

ووقت المغرب من غروبها إلى مغيب الشفق (مجمع الأنهر-1/105، رد المحتار،  زكريا-2/17، كرتاشى-1/361، الفتاوى الهندية-1/51، طحطاوى على مراقى الفلاح-142)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *