প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করে নাম পরিচয় গোপন রাখবেন।
আমি বর্তমানে যার সাথে বিবাহিত আছি অর্থাৎ আমার স্ত্রী। বিয়ে হওয়ার পূর্বে তার সাথে পরিচয়ের কিছুদিন পর তাকে জিজ্ঞেস করি আমাকে পছন্দ করো কিনা, ভালোবাসো কিনা? সে বলে যে এসব এখন বলবে না, বিয়ের পর। কথা প্রসঙ্গে একটু মজা করে বলে ফেলেছি, “বিয়ের পর প্রতিদিন ভালোবাসা জাহির না করলে তালাক” এতটুকু বলার পর আমি ১/২ সেকেন্ড চুপ ছিলাম সম্ভবত। এরপর বলেছি “দিয়ে দিব” কারণ আমার জানা ছিল “দিয়ে দিব” কথাটি ভবিষ্যৎ সম্পর্কিত তাই হয়তো সমস্যা হবে না। এটাই আমার ধারণা। এখন আমার স্ত্রীর সাথে আমার তো প্রতিদিন একই রকম যোগাযোগ/ সম্পর্ক থাকে না। কোনদিন রাত ঝগড়া হয়, কোনোদিন স্বাভাবিক থাকে। বর্তমানে আমি ও আমার স্ত্রীর দুইজন দুই শহরে থাকি। এখন এই ভালোবাসা জাহির করা বলতে কি বুঝাচ্ছে তা বুঝছি না। আর আমি কি সেসময় নির্দিষ্ট কোনোভাবে ভালোবাসা প্রকাশ করতে বলেছি কিনা, তাও এখন মনে নেই। আমাদের মাসে একবার দেখা হয়। এখন আমার প্রশ্ন হল এক্ষেত্রে কোন তালাকের হুকুম হয়েছে কিনা?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিয়ের আগের উপরোক্ত কথার কারণে বিয়ের পর কোন তালাক পতিত হয়নি।
ولو قال: أطلقك لم يقع (الدر المنتقى، كتاب الطلاق، باب إيقاع الطلاق، قديم-1/389، جديد دار الكتب العلمية بيروت-2/14)
بخلاف كنم، لأنه استقبال فلم يكن تحقيقا بالتشكيك… ولو قال بالعربية: أطلق لا يكون طلاقا (الفتاوى الهندية، قديم-1/384، جديد-1/452)
وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد، (رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق، زكريا-4/559، كرتاشى-3 /319)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]