প্রশ্ন
আমি মুহাঃ আব্দুল্লাহ। সিংগাইর,মানিকগঞ্জ থেকে।
মুফতি সাহেবের নিকট আমার জানার বিষয় হলোঃ আমি একদিন আমার স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম(এতে কোন তালাক সম্পর্কিত বিষয় ছিলো না), কথার একপর্যায়ে সে আমাকে বললোঃ অমুক বিষয়টা কি আপনি আর কাউকে বলেছেন? তখন উত্তরে আমি বললাম “বলবো যে আমার কি আর কেউ আছে” এই কথা বলার সময় মনে মনে এভাবে বলেছি যে, “স্ত্রীকে তালাক দিলাম”।
এখন জানার বিষয় হলোঃ আমার মুখে উচ্চারিত বক্তব্যটা কি লফযে কিনায়া এবং মনের বিষয়টা কি নিয়্যাত হিসাবে গন্য হবে?
এর উত্তরটি অতিগুরুত্তের সাথে জানানোর জন্য অনুরোধ করছি। কেননা আমি পেরেশানীতে আছি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
আপনার উচ্চারিত শব্দ ‘আমার কি আর কেউ আছে’ এর মাঝে তালাকের কেনায়া হবার মতো কিছু নেই। সুতরাং মনে মনে এর দ্বারা তালাকের নিয়ত করলেও তালাক হবে না।
قد اتفقوا جميعا أنه لو قال: والله ما أنت لى بامرأة، أو لست والله لى بامرأة فإنه لا يقع شيء وإن نوى (الفتاوى الهندية-1/375، جديد-1/443)
ولو قال: والله ما أنت لي بامرأة أو قال علي حجة إن كانت لي امرأة، لم يكن طلاقاً بلا خلاف، وإن نوى (المحيط البرهانى، كتاب الطلاق، الفصل الخامس فى الكنايات، هذا الفصل يشتمل على انواع-3/236)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]