প্রশ্ন
বরাবর মাননীয় মুফতী মহোদয় জনাব, আমাদের গ্রামের কবরস্থানের পার্শে একটি জমি, কবরস্থানের নামে ওয়াকফ করা হয়। এবং উক্ত জমিটি কবরস্থান থেকে আলাদা, আর কবরস্থানে পর্যাপ্ত জায়গা থাকার কারনে উক্ত স্থানে কোন কবর দেয়ার প্রয়োজন পড়ে না। এখন কবরস্থান কমিটি এবং গ্রামবাসী চাচ্ছে উক্ত- স্থানে একটি মসজিদ নির্মান করার জন্য।
এখন আমার প্রশ্ন হল, উক্ত স্থানে মসজিদ নির্মান করা যাবে কিনা? ইসলামী শরীয়তের প্রমাণসহ জানালে উপকৃত হব।
নিবেদক মাওঃ আব্দুল কাদির সাহেব, খোষকান্দি-ভবনাথপুর মাদ্রাসা।
উত্তর
بسم الله الرحمن الرحيم
মসজিদ নির্মাণ করা যাবে। কোন সমস্যা নেই।
لَو أَن مَقْبرَة من مَقَابِر الْمُسلمين عفت فَبنى قوم عَلَيْهَا مَسْجِدا لم أر بذلك بَأْسا، وَذَلِكَ لِأَن الْمَقَابِر وقف من أوقاف الْمُسلمين لدفن موتاهم لَا يجوز لأحد أَن يملكهَا، فَإِذا درست وَاسْتغْنى عَن الدّفن فِيهَا جَازَ صرفهَا إِلَى الْمَسْجِد، لِأَن الْمَسْجِد أَيْضا وقف من أوقاف الْمُسلمين لَا يجوز تملكه لأحد، فمعناهما على هَذَا وَاحِد (عمدة القارى، كتاب الصلاة، باب هل تنبش قبور مشركى الجاهلية ويتخذ مكانها مساجد، دار احياء التراث العربى-4/179، زكريا-3/435، تحت رقم الحديث-428، فتح الملهم-2/118)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com