প্রশ্ন
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,
কোন ব্যাক্তি যদি সুদের লোন নিয়ে তার হালাল জামিতে বাড়ি তৈরি করেন এবং তা পরিশোধ করার আগে মৃত্যুবরন করেন, পরবর্তীতে তার ওয়ারিসগন তা পরিশোধ করতে থাকেন যা আজ অবধি পরিশোধ করা হচ্ছে৷
ইসলামী শারিয়াত অনুযায়ী ,এখন ঐ সম্পত্তি সম্পর্কে কি ফয়সালা হতে পারে? ওয়ারিসগনের সন্তানদের এক্ষেত্রে কি করা উচিত?
উল্লেখ্য যে সম্পত্তির মালিক ছিলেন একজন বৃদ্ধ মহিলা ,বাড়ি তৈরির প্রথমদিকে তিনি তার বেশ খানিকটা হালাল টাকাও তাতে কাজে লাগান।লোন নেয়ার সময় তার ওয়ারিসগনই মূখ্য ভূমিকা পালন করেন ৷
ওয়ারিসগনদের মধ্যে এমনও রয়েছেন যাদের অন্য কোথাও আর নিজেদের থাকার মত নিজস্ব বাড়ি নেই৷
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুদ দেয়া এবং নেয়া উভয়টিই হারাম। এটি মারাত্মক কবিরা গোনাহ।
তবে সুদী লোন নিয়ে তৈরী করা উক্ত বাড়ী বৃদ্ধ মহিলার ছিল। সেই হিসেবে তার মৃত্যুর পর এর ওয়ারিস হবে তার সন্তানরা।
সন্তানদের উচিত লোন পরিশোধ করে দেয়া এবং বৃদ্ধার জন্য ক্ষমা প্রার্থনা ও দুআ করা।
عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ
জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, সুদ গ্রহীতার উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান। [সহীহ মুসলিম-২/২৭, হাদীস নং-১৫৯৮, ইফাবা-৩৯৪৮, সুনানে তিরমিজী-১/২২৯, হাদীস নং-১২০৬]
لِأَنَّ الْقَرْضَ إعَارَةٌ ابْتِدَاءً، حَتَّى صَحَّ بِلَفْظِهَا مُعَاوَضَةً انْتِهَاءً، لِأَنَّهُ لَا يُمْكِنُ الِانْتِفَاعُ بِهِ إلَّا بِاسْتِهْلَاكِ عَيْنِهِ، فَيَسْتَلْزِمُ إيجَابَ الْمِثْلِيِّ فِي الذِّمَّةِ، وَهَذَا لَا يَتَأَتَّى فِي غَيْرِ الْمِثْلِيِّ قَالَ فِي الْبَحْرِ: وَلَا يَجُوزُ فِي غَيْرِ الْمِثْلِيِّ، لِأَنَّهُ لَا يَجِبُ دَيْنًا فِي الذِّمَّةِ وَيَمْلِكُهُ الْمُسْتَقْرِضُ بِالْقَبْضِ كَالصَّحِيحِ (رد المحتار، كتاب البيوع، باب المرابحة والتولية، فصل فى القرض، زكريا-7/388، كرتاشى-5/161)
ثم تقضى ديونه من جميع ماله الخ (السراجى فى الميراث-4، رد المحتار، زكريا-10/4950، كرتاشى-6/760، كويته-5/536، مجمع الأنهر، قديم-2/746، جديد-4/495)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]