প্রচ্ছদ / প্রশ্নোত্তর / রোযা অবস্থায় হালকা বমি এসে গলার ভিতর চলে গেলে রোযা ভেঙ্গে যায়?

রোযা অবস্থায় হালকা বমি এসে গলার ভিতর চলে গেলে রোযা ভেঙ্গে যায়?

প্রশ্ন

প্রশ্নকারীর নাম: মোঃ জাহিদুল ইসলাম

ঠিকানা: সল্লা, কালিহাতী, টাঙ্গাইল

জেলা/শহর: টাঙ্গাইল

দেশ: বাংলাদেশ

প্রশ্নের বিষয়: সিয়াম

বিস্তারিত:
—————-
السلام عليكم و رحمة الله و بركاته
গলা পর্যন্ত হালকা বমি আসলে বমি  গিলে খেয়ে ফেললে কি সিয়াম ভঙ্গ হবে? বা মুখে হালকা বমি আসলে বমি গিলে খেয়ে ফেললে কি সিয়াম ভঙ্গ হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি অল্প বমি হয়, তাহলে তা গিলে নিলে বা নিজে নিজে ভিতরে চলে গেলে রোযা ভঙ্গ হবে না।

কিন্তু যদি মুখ ভরে বমি হয়, তাহলে তা ইচ্ছেকৃত গিলে ফেললে রোযা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু নিজে নিজে ভিতরে চলে গেলে রোযা ভঙ্গ হবে না।

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَنْ ذَرَعَهُ الْقَىْءُ فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ وَمَنِ اسْتَقَاءَ عَمْدًا فَلْيَقْضِ

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন লোকের রোযা থাকাবস্থায় বমি হলে সে লোককে ঐ রোযার কাযা আদায় করতে হবে না। কিন্তু কোন লোক ইচ্ছাকৃতভাবে বমি করলে তাকে কাযা রোযা আদায় করতে হবে। [জামে তিরমিজী, হাদীস নং-৭২০]

اذا قاء أو استقاء ملء الفم أو دونه عاد بنفسه أو أعاد أو خرج فلا فطر على الأصح، إلا فى الإعادة، والاستقاء بملء بشرط ملء الفم (الفتاوى الهندية-1/204، الفتاوى التاتارخانية-3/375، الدر المختار مع رد المحتار، زكريا-3/392)

(وَإِنْ ذَرَعَهُ الْقَيْءُ وَخَرَجَ) وَلَمْ يَعُدْ (لَا يُفْطِرُ مُطْلَقًا) مَلَأَ أَوْ لَا (فَإِنْ عَادَ) بِلَا صُنْعِهِ (وَ) لَوْ (هُوَ مِلْءُ الْفَمِ مَعَ تَذَكُّرِهِ لِلصَّوْمِ لَا يَفْسُدُ) خِلَافًا لِلثَّانِي (وَإِنْ أَعَادَهُ) أَوْ قَدْرُ حِمَّصَةٍ مِنْهُ فَأَكْثَرَ حَدَّادِيٌّ (أَفْطَرَ إجْمَاعًا) وَلَا كَفَّارَةَ (إنْ مَلَأَ الْفَمَ وَإِلَّا لَا) هُوَ الْمُخْتَارُ………. (قَوْلُهُ: لَا يُفْسِدُ) أَيْ عِنْدَ مُحَمَّدٍ وَهُوَ الصَّحِيحُ لِعَدَمِ وُجُودِ الصُّنْعِ وَلِعَدَمِ وُجُودِ صُورَةِ الْفِطْرِ، (رد المحتار-3/392، كرتاشى-2/414)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

বিতর নামাযের পর নফল পড়লে কোন সওয়াব হবে না?

প্রশ্ন আস-সালামু আলাইকুম, মুহতারাম, একজন শায়েখ ভক্ত বলতেছেন, বিতরের পর নফল নামাজ আদায় করা যাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *