প্রশ্ন
From: মোঃ আজিজুল হাকীম। ফুলবাড়ী, দিনাজপুর।
বিষয়ঃ “easy earn” অনলাইন আয় সম্পর্কে জানতে চাই।
প্রশ্নঃ
আস্সালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহ।
শ্রদ্ধেয় মুফতি সাহেব! আমি “ইজি আর্ন” নামে অনলাইন আয়ের একটি সোর্স সম্পর্কে জানতে চাচ্ছি। নিম্ন পদ্ধতিতে এখানে উপার্জন করতে হয়। যথাঃ
১/ প্রথমে সদস্য হওয়ার জন্য অন্য কোন সদস্যের আইডি নম্বর দিয়ে এ্যাকাউন্ট খুলতে হয়। তারপর ২০ ডলার দিয়ে আইডিটি এক্টিভ করতে হয়।
২/ তারপরে কম্পানীকতৃক প্রতিদিন কিছু নির্দিষ্ট সংখ্যক এ্যাপ্স দিবে, তা ডাউনলোড করে ১/৫/১০/১২/১৫ সেন্ট করে দিনে ১/২ ডলার পর্যন্ত উপার্জন করা যাবে।
৩/ এ্যাপ্সগুলো বিভিন্ন গেমস, এবং অন্যান্য এ্যাপ্স। এগুলো শুধু ডাউনলোড করেই আনইনস্টল করলেও হবে। ব্যবহার না করলেও চলবে। সুতরাং উক্ত পদ্ধতিতে টাকা উপার্জন করা হালাল হবে না হারাম হবে। দয়া করে তা জানিয়ে আমাকে চিন্তামুক্ত করবেন ইনশাআল্লাহ। উত্তরটি দ্রুত জানতে পারলে খুবই উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরান।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبراكته
بسم الله الرحمن الرحيم
এভাবে ইনকাম করা জায়েজ নয়। কারণ, এখানে ধোঁকাবাজী রয়েছে। মূলত কোম্পানীগুলো তাদের আ্যাপগুলোর চাহিদা দেখানোর জন্য এভাবে টাকা দিয়ে তাদের আ্যাপ ডাউনলোড করিয়ে থাকে।
যাতে করে অন্যান্য গ্রাহক এভাবে প্রতারিত হয় যে, এ আ্যাপটির অনেক চাহিদা আছে। তাই এতো বেশি ডাউনলোড হয়েছে।
তাছাড়া এসব গেমসের মাঝে নারীদের অর্ধনগ্ন ছবি থাকে। যা দেখা সম্পূর্ণরূপে হারাম।
এসব কারণে ‘ইজি আর্ন’ সহ এজাতীয় আ্যাপের মাধ্যমে ইনকাম করা শরীয়তসম্মত নয়।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
الإجارة على المنافع المحرمة كالزنى والنوح والغناء والملاهي محرمة، وعقدها باطل لايستحق به أجرة. ولا يجوز استئجار كاتب ليكتب له غناءً ونوحاً ؛ لأنه انتفاع بمحرم … ولايجوز الاستئجار على حمل الخمر لمن يشربها، ولا على حمل الخنزير (الموسوعة الفقهية الكويتية (1/ 290)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com